চীনের কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড, ৩৬ জনের প্রাণহানি

ছবি: সংগৃহীত

চীনের হেনান প্রদেশের একটি কারখানায় অগ্নিকাণ্ডে অন্তত ৩৬ জন মারা গেছেন। আহত হয়েছেন ২ জন। স্থানীয় কর্মকর্তাদের বরাত দিয়ে চীনের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম এ তথ্য জানিয়েছে। স্থানীয় সময় সোমবার অগ্নিকাণ্ডের এ ঘটনা ঘটে। ফায়ার ফাইটারদের ৪ ঘণ্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

আরো পড়ুন:
মেসি জাদুর অপেক্ষায় বিশ্বকাপ

এ ঘটনায় এখনো নিখোঁজ রয়েছেন ২ জন। স্থানীয় সময় সোমবার বিকেলে হেনান প্রদেশের অ্যানিয়াং শহরের হাই-টেক জোনে অবস্থিত ফ্যাক্টরিতে অগ্নিকাণ্ডের সূত্রপাত ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৬০টি গাড়ি ঘটনাস্থলে পৌঁছায়। পরে রাত ৮টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। প্রতিবেদনে আরো বলা হয়েছে, আগুনে আহত দুই ব্যক্তিকে হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। আগুন লাগার কারণ এখনো জানা না গেলেও আগুন লাগার ঘটনায় সন্দেহভাজন কয়েক জনকে পুলিশ হেফাজতে নেয়া হয়েছে।

চীনে কারখানায় অগ্নিকাণ্ড বা বিস্ফোরণের ঘটনা নতুন নয়। ২০১৯ সালের মার্চে ইয়ানচেং অঞ্চলের একটি রাসায়নিক কারখানায় বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে ৭৮ জনের মৃত্যু হয়। এ সময় আশপাশের কয়েক কিলোমিটার এলাকার ঘরবাড়ি ধ্বংস হয়। এছাড়া ২০১৫ সালে উত্তরাঞ্চলীয় তিয়ানজিনে একটি রাসায়নিক ওয়ারহাউজে বিস্ফোরণে ১৬৫ জনের মৃত্যু হয়, যা চীনের শিল্প দুর্ঘটনার ইতিহাসে অন্যতম।
সূত্র : রয়টার্স ও আলজাজিরা

নভেম্বর ২২, ২০২২ at ১১:২৫:০০(GMT+06)
দেশদর্পণ/আক/দেপ/ইমস