মেসি জাদুর অপেক্ষায় বিশ্বকাপ

শুধু আর্জেন্টিনা সমর্থকরাই নয় ব্রাজিল-জার্মান থেকে স্পেন, বিশ্ব জুড়ে ফুটবল প্রেমীরা অপেক্ষা করছিলেন কাতার বিশ্বকাপে মেসির মাঠে নামার। অবশেষে এল সেই সেই মাহেন্দ্রক্ষণ। মঙ্গলবার সৌদি আরবের বিরুদ্ধে ম্যাচ দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করতে চলেছে আর্জেন্টিনা। মেসির হাতে বিশ্বকাপটা উঠুক চাইছেন সকলেই। একমাত্র অধরা ট্রফিটার লক্ষ্যেই নিজের পঞ্চম বিশ্বকাপে নামতে চলেছেন আধুনিক ফুটবলের জাদুকর।

আরো পড়ুন:
আজকের খেলার ফিক্সচার

এবার যদি দলের কথায় আসি এবারের বিশ্বকাপে আর্জেন্টিনা দলটা অন্যবারের থেকে আলাদা। অভিজ্ঞতা ও তারুণ্যের মিশেলে যথষ্ট শক্তিশালী লিওনেল স্কালোনির দল। একদিকে যেমন রয়েছো মেসি-দি মারিয়া-ওটামেন্ডিদের অভিজ্ঞতা, অন্যদিকে রয়েছে রড্রিগো ডি পল, লিয়ান্দ্রো পারেদেস, লাউতারো মার্টিনেজের মত তরুণ তুর্কী। আর তেকাঠির নীচে এবার নীল-সাদা ব্রিগেডের বড় ভরসা এমিলিয়ানো মার্টিনেজ।

বিশ্বকাপেরর মঞ্চে নামার আগে এই দলটি টানা ৩৬ ম্যাচ অপরাজিত। যা শুধু আর্জেন্টিনা নয়, বিশ্ব ফুটবলে রেকর্ড। সেই ধারবাহিকতাই ধরে রেখে সৌদি আরবের বিরুদ্ধে জয়ের বিষয়ে আত্মবিশ্বাসী দুই বারের বিশ্বজয়ীরা। তবে চোট সমস্যা রয়েছে দলে। জিওভানি লো সেলসো, নিকোলাস গঞ্জালেস এবং জোয়াকুইন কোরিয়ার মত তারকারা ছিটকে যাওয়ায় বাড়তি দায়িত্ব নিতে হবে দলের অন্যান্য তারকাদের।

প্রস্তুতি ম্যাচেও দলটা দারুণ খেলেছে। আরব আমিরশাহীর বিরুদ্ধে ৫-০ ব্যবধানে জয় পেয়েছে স্কালোনির ছেলেরা। দি মারিয়া, মেসি গোল পেয়েছেন। ফলে সৌদির বিরুদ্ধে নামার আগে আত্মবিশ্বাসী গোটা দল। শুধু এই ম্যাচ নয়, মেসিকে ট্রফি উপহার দিতে মরিয়া সকলেই। সেই জেদটাই সবথেকে বড় শক্তি এবারের আর্জেন্টিনার। কারণ সকলেই জানেন এবার না হলে নেভার।

মিলেছে তার সব ভবিষ্যদ্বাণী, এবার বিশ্বকাপে ফাইনালিস্ট দুই দলের নাম জানালেন বিখ্যাত জ্যোতিষী আর্জেন্টিনার সম্ভাব্য একাদশ: গোলকিপার- এমিলিয়ানো মার্টিনেজ, ডিফেন্ডার- নাহুয়েল মোলিনা, নিকোলাস ওটামেন্ডি, লিসান্দ্রো মার্টিনেজ, মার্কোস অ্যাকুনা, মিডফিল্ডার- রদ্রিগো ডিপল, লিয়ান্দ্রো পারেদেস, অ্যালেক্সিস ম্যাকঅ্যালিস্টার, স্ট্রাইকার- লাউতারো মার্টিনেজ, অ্যাঞ্জেল ডি মারিয়া, লিওনেল মেসি।

ডিসেম্বর ২২.২০২১ at ১০:৫৮:০০ (GMT+06)
দেশদর্পণ/আক/এসএমডি/এসআর