রাণীশংকৈলে সংবেদনশীল সভা অনুষ্ঠিত

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে পিছিয়েপড়া দলিত নৃতাত্ত্বিকগোষ্ঠীদের বিভিন্ন সামাজিক সহায়তার ইস্যুতে সরকারি কর্মকর্তা ও স্টেক হোল্ডারদের সাথে সোমবার (২১ নভেম্বর) এক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়। এ উপলক্ষ্যে এদিন দুপুরে ইএসডিও সংস্থার প্রেমদীপ প্রকল্পের বাস্তবায়নে এবং হেকস/ ইপারের সহযোগিতায় হলরুমে অনুষ্ঠিত সংবেদনশীল সভায় সভাপতিত্ব করেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা সোহেল সুলতান জুলকার নাইন কবির স্টিভ।

আরো পড়ুন:
যশোরে পাইকারি ব্যবসায়ীদের কারসাজিতে ন্যায্য দাম পাচ্ছে না চাষিরা

অতিথি হিসাবে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যন শেফালি বেগম, মহিলা বিষয়ক কর্মকর্তা আবু বেল্লাল সিদ্দিকী, মাধ্যমিক শিক্ষা অফিসার তৈয়ব আলী, প্রাথমিক শিক্ষা অফিসার রাহিমউদ্দিন, পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. মহসিন, ইউপি চেয়ারম্যন আবুল কাশেম ও আব্দুল বারী, পৌর আ.লীগ সভাপতি জাহাঙ্গীর আলম, উপজেলা আদিবাসী সভাপতি সুগা মুর্মু।

ইডিকো উপজেলা কোঅর্ডিনেটর শরিফুল ইসলাম, প্রকল্প সমন্বয়কারী সেরাজুস সাকেলিন প্রমুখ। এ ছাড়াও অনুষ্ঠানে বিভিন্ন ইউপি চেয়ারম্যন, সরকারি কর্মকর্তা, শিক্ষক, ছাত্রছাত্রী এবং নৃতাত্ত্বিকগোষ্টীর নারী-পুরুষেরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা প্রেমদীপ প্রকল্পের ম্যানেজার খায়রুল আলম।

ডিসেম্বর ২১.২০২১ at ১৭:১৩:০০ (GMT+06)
দেশদর্পণ/আক/এসএমডি/এসআর