যবিপ্রবিতে হত্যা মামলায় অভিযুক্ত হওয়ায় বাদলকে সাময়িক বরখাস্ত 

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) নিরাপত্তা সুপারভাইজার মো: বদিউজ্জামান বাদল হত্যা মামলায় কারাগারে থাকা ও অনুমতি ব্যতীত অনুপস্থিত থাকায় সাময়িক বরখাস্ত করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।উপাচার্যের নির্দেশক্রমে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রকৌশলী মো: আহসান হাবীব স্বাক্ষরিত অফিস আদেশে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

আরো পড়ুন:
যশোরে প্রধানমন্ত্রীর জনসভা ঘিরে সরগরম দক্ষিণাঞ্চল : লক্ষ্য ৭ থেকে ৮ লাখ মানুষের

অফিস আদেশে বলা হয়, বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার দপ্তরের সিকিউরিটি অ্যান্ড এস্টেট শাখার নিরাপত্তা সুপারভাইজার হিসেবে কর্মরত জনাব মো: বদিউজ্জামান বাদল গত ২৩শে সেপ্টেম্বর ২০২২ খ্রি: তারিখে যশোর সদর উপজেলার চুড়ামনকাটিতে হত্যা মামলায়(মামলা নং ৮৮, তারিখ- ২৪/০৯/২০২২,ধারা- ৩০২/৩৪ দণ্ডবিধি) হাইকোর্ট থেকে জামিনে থাকার পর হাজিরা দিতে গেলে বিচারক তাকে কারাগারে প্রেরণ করেন এমন খবরে যশোরের স্থানীয় পত্রিকায় প্রকাশিত হওয়ায় এবং গত ১৪/১১/২০২২ খ্রি. তারিখ হতে কর্তৃপক্ষের অনুমতি ব্যতীত অদ্যাবধি কর্মস্থলে অনুপস্থিত থাকায় যবিপ্রবির শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীর সাধারণ আচরণ শৃঙ্খলা ও আপীল সংক্রান্ত বিধি মোতাবেক তাকে সাময়িক বরখাস্ত করা হলো।

এদিকে মামলায় জানা যায়,এ বছরের ২৩ সেপ্টেম্বর যশোর সদর উপজেলার চুড়ামনকাটিতে আওয়ামী লীগকর্মী আলমগীর হোসেন আলমকে পিটিয়ে ও কুপিয়ে হত্যা করা হয়।এ ঘটনার পরদিন নিহত আলমগীরের স্ত্রী রেকসোনা বেগম বাদী হয়ে ১১ জনের নাম উল্লেখ পূর্বক অজ্ঞাতনামা অনেকের বিরুদ্ধে কোতোয়ালি মডেল থানায় মামলা করেন।এ মামলায় ৬ সপ্তাহের জামিন শেষে ১৫ নভেম্বর জেলা ও দায়রা জজ আদালতে আত্মসমর্পণ করলে বিচারক বদিউজ্জামানকে জেলহাজতে প্রেরণের আদেশ দেন।ইতিপূর্বে তাঁর বিরুদ্ধে হত্যা,মাদক,সন্ত্রাসী কর্মকাণ্ডসহ বিভিন্ন অভিযোগে ডজনখানেক মামলা রয়েছে।

ডিসেম্বর ২১.২০২১ at ০৯:৪০:০০ (GMT+06)
দেশদর্পণ/আক/এসএমডি/এসআর