যশোরে সন্ত্রাসীদের হামলায়, ইসলামী ব্যাংকের তিন কর্মকর্তা আহত

ছবি: সংগৃহীত

যশোরে ঋণের টাকা কালেকশন করতে গিয়ে সন্ত্রাসী হামলার শিকার হয়েছেন যশোর ইসলামী ব্যাংকের তিন কর্মকর্তা। রোববার সকালে যশোর সদর উপজেলার ভেকুটিয়া কারিগর পাড়ায় এ ঘটনা ঘটে। ব্যাংকের সিনিয়র অফিসার আকরাম হোসেন অভিযোগ করেছেন, ওই গ্রামের আবু শামীম মোহাম্মদ শাকিল (৪৩) এবং তার স্ত্রী নূর জাহান খাতুন (৩০) তাদের ব্যাংক থেকে ঋণ নেন। কিন্তু ঋণের টাকা সঠিক ভাবে পরিশোধ না কারায় তাদের নামে ব্যাংক কর্তৃপক্ষ আদালতে মামলা করে। সেই মামলা চলামান রয়েছে। কিন্তু এই মামলা হওয়ায় আসামিরা ক্ষিপ্ত হয়। রোববার তিনিসহ তার সহকর্মীরা ওই গ্রামে অন্য গ্রাহকের ঋণের টাকা আদায় করতে যান।

আরো পড়ুন:
কাতারে সালাহ – হলান্ডরা যখন দর্শক

সেসময় ওই দুইজন কথা আছে বলে ভালভাবে তাদের বাড়িতে নিয়ে যায়। সেখানে নিয়ে গিয়ে অকথ্য ভাষায় গালিগালাজ করে, আপমান অপদস্ত করে। এরপর মারপিট করে কালেকশনের টাকা ছিনিয়ে নেয়ার চেষ্টা করে। এ সময় তাদের চিৎকারে আশেপাশের লোকজন এগিয়ে আসলে আসামিরা পালিয়ে যায়। পরে তারা স্থানীয় চিকিৎসকের কাছে গিয়ে প্রাথমিক চিকিৎসা নেন। এই ঘটনায় কোতয়ালি থানায় একটি লিখিত অভিযোগ দেয়া হয়েছে।

নভেম্বর ২০, ২০২২ at ২১:০৮:০০(GMT+06)
দেশদর্পণ/আক/দেপ/ইমস