বেড়ায় স্থায়ী প্রধানশিক্ষক না থাকায় শিক্ষাকার্যক্রম বাধাগ্রস্থ

পাবনার বেড়া উপজেলায় ৫৫ টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে স্থায়ী প্রধান শিক্ষক না থাকায় কার্যক্রম বাধাগ্রস্থ হচ্ছে। জানা গেছে, বেড়া উপজেলায় ১১২টি সরকারি প্রাথমিক বিদ্যালয় রয়েছে। এর মধ্যে ৫৫টি বিদ্যালয়ে স্থায়ী প্রধান শিক্ষক নেই। চলতি দায়িত্ব প্রাপ্ত হিসেবে রয়েছেন ৪৪ জন এবং উন্নয়ন খাতে রয়েছেন ৮ জন শিক্ষক। খোঁজ নিয়ে দেখা গেছে, দীর্ঘদিন চলতি দায়িত্ব পালন করতে গিয়ে এসব প্রধান শিক্ষকরা হতাশ।

আরো পড়ুন:
কো‌টি টাকা পেলেন ৩১ জন, প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের

তারা দ্রুত স্থায়ী করার দাবী জানান। সম্প্রতি আবারও সহকারী শিক্ষক থেকে ৬০ ভাগ প্রধান শিক্ষক পদে পদোন্নতির প্রক্রিয়া চলছে বলে জানা যায়। শিক্ষকরা তাদের কাগজপত্র উপজেলায় জমা দিয়েছেন। এ কার্যক্রম শেষ হলে এবং চলতি দায়িত্ব প্রাপ্ত প্রধান শিক্ষকরা স্থায়ী হলে এ সমস্যার সমাধান হবে।

ডিসেম্বর ২০.২০২১ at ১৬:০৭:০০ (GMT+06)
দেশদর্পণ/আক/এসএমডি/এসআর