কো‌টি টাকা পেলেন ৩১ জন, প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের

কিশোরগঞ্জে প্রধানমন্ত্রী শেখ হা‌সিনার ত্রাণ তহ‌বিল থেকে ৩১ জন দরিদ্র, অভাবগ্রস্ত, অসহায় ও রোগাক্রান্ত ব্যক্তিকে প্রায় এক কো‌টি টাকার অনুদান দেয়া হয়েছে। রোববার (২০ নভেম্বর) দুপুরে জেলা শিল্পকলা একাডে‌মি মিলনায়তনে অনুদানপ্রাপ্তদের হাতে চেক তুলে দেন প্রধানমন্ত্রীর বিশেষ সহকা‌রী কৃ‌ষি‌বিদ ম‌শিউর রহমান হুমায়ুন। এ সময় ‌জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপ‌তি ও জেলা প‌রিষদ চেয়ারম‌্যান অ্যাডভোকেট জিল্লুর রহমান, সাবেক এম‌পি দিলারা বেগম আছমা, পৌর মেয়র ম‌াহমুদ পারভেজ উপস্থিত ছিলেন।

আরো পড়ুন:
২০২৩ সালে ভারত থেকে জ্বালানি তেল আমদানি শুরু হবে, প্রধানমন্ত্রী

জেলা আওয়ামী লীগের বন ও প‌রিবেশবিষয়ক সম্পাদক এনায়েত ক‌রিম অ‌মির সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন জেলা আওয়ামী লীগের শিল্পবিষয়ক সম্পাদক বাদল রহমান, জেলা কৃষক লীগের সভাপ‌তি আহমেদ উল্লাহ, সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন বাচ্চু, সাংবা‌দিক স‌াইফুল হক মোল্লা‌ দুলু, নূর মোহাম্মদ, ছড়াকার জাহা‌ঙ্গীর আলম জাহান, কটিয়াদী পৌরসভার মেয়র শওকত উসম‌ান শুক্কুর আলী, হোসেনপুর উপজেলা আওয়ামী লীগের সভাপ‌তি জ‌হিরুল ইসলাম নূরু, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ফয়েজ আমান খান, যুব ম‌হিলা লীগের সাধারণ সম্পাদক তাস‌লিমা ইসলাম সুই‌টি, উপকারভোগী আ‌তিকুল ইসলাম শামীম, প্রমুখ।

উল্লেখ্য, কিশোরগঞ্জে এ পর্যন্ত প্রধানমন্ত্রীর ত্রাণ তহ‌বিল থেকে প্রায় ৪০ কো‌টি টাকার অনুদান দেয়া হয়েছে।

ডিসেম্বর ২০.২০২১ at ১৫:৩৯:০০ (GMT+06)
দেশদর্পণ/আক/এসএমডি/এসআর