সাভার সেটেলমেন্ট অফিসে অগ্নিকাণ্ড আহত ১ 

সাভারে ভূমি ডিজিটাল জরিপের সরকারি সেটেলমেন্ট অফিসে আগুন লাগার ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের কর্মিদের এক ঘটনা চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। তবে এ ঘটনায় নিরাপত্তাকর্মী দগ্ধ হয়। পরে তাকে উদ্ধার করে নিকটস্থ হাসপাতালে ভর্তি করেছে ফায়ার সার্ভিস। শনিবার (১৯ নভেম্বর) রাত সাড়ে ৮টার দিকে হেমায়েতপুর আলমনগর সুগন্ধা হাউজিং এলাকায় উপজেলা সেটেলমেন্ট অফিসের তৃতীয় তলায় এই অগ্নিকান্ডের ঘটনা ঘটে। প্রায় এক ঘন্টা পর আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিসের কর্মিরা।

আরো পড়ুন:
লক্ষ্যমাত্রার চেয়ে ২৫ হেক্টর জমিতে বেশি চাষাবাদ

চামড়া শিল্প নগরী ফায়ার সার্ভিসের সাব-অফিসার শরিফুল ইসলাম বলেন, রাতে আলমনগর হাউজিংয়ের ভিতর অবস্থিত উপজেলা সেটেলমেন্ট অফিসে অগ্নিকান্ডের খবর পেয়ে দু’টি ইউনিট নিয়ে ঘটনাস্থলে পৌছাই। তিন তলা সেটেলমেন্ট অফিসের তৃতীয় তলায় আগুন লেগেছে। সেখানে অফিসের কাগজপত্র রাখা ছিলো। সেগুলো পুড়ে গেছে। তবে রেকর্ড রুমের কোনো ক্ষতি হয়নি বলে জানিয়েছেন এখানকার কর্মকর্তারা। আমরা প্রায় এক ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছি।

তিনি আরো বলেন, এখন ডাম্পিংয়ের কাজ চলছে। অগ্নিকান্ডের সময় ওই অফিসের আনোয়ার হোসেন নামে এক নিরাপত্তা প্রহরী দগ্ধ হয়েছেন। তাকে প্রাথমিক চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল বার্ন ইউনিটে পাঠানো হয়েছে। তবে অগ্নিকান্ডের কারণ এখনও জানতে পারিনি।

ডিসেম্বর ২০.২০২১ at ১৪:১৬:০০ (GMT+06)
দেশদর্পণ/আক/এসএমডি/এসআর