ইউক্রেনের হামলায় নিহত ৬০ রুশ সেনা

খেরসনে ইউক্রেনীয় বাহিনীর দূরপাল্লার আর্টিলারি হামলায় রাশিয়ার অন্তত ৬০ জন সেনা নিহত হয়েছেন বলে দাবি করেছে ইউক্রেন। শনিবার আল জাজিরার খবরে বলা হয়েছে, এ নিয়ে চারদিনের মাথায় দ্বিতীয়বারের মতো এক হামলায় বহু সংখ্যক রুশ সেনা হতাহতের দাবি করল ইউক্রেন।

আরো পড়ুন:
বিদ্যুৎ যাবে না, বিশ্বকাপের খেলা চলাকালে

চলতি সপ্তাহে এ হামলা চালিয়েছে বলে দাবি করেছে ইউক্রেন। দেশটির সশস্ত্র বাহিনীর জেনারেল স্টাফ সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক বার্তায় বলেন, তাদের বাহিনী খেরসনের ৪০ কিলোমিটার দক্ষিণে হামলা করে। এতে রুশ পক্ষে হতাহতের এ ঘটনা ঘটে।

ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের খবরে বলা হয়েছে, ইউক্রেনীয় বাহিনী এ তথ্য জানালেও এ সম্পর্কে বিস্তারিত কোনো কিছু জানায়নি। অন্যদিকে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় তাৎক্ষণিকভাবে এ নিয়ে কোনো মন্তব্য করেনি। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক পোস্টে ইউক্রেনের সশস্ত্র বাহিনীর জেনারেল স্টাফ তাদের হামলায় রুশ সেনাদের প্রাণহানির এই তথ্য সামনে আনেন।

তিনি বলেন, বৃহস্পতিবার ইউক্রেনীয় বাহিনী খেরসন থেকে ৪০ কিলোমিটার দক্ষিণে মিখাইলকভা শহরে গোলাবর্ষণ করলে রাশিয়ান সেনাদের প্রাণহানির এ ঘটনা ঘটে। রাশিয়ার সামরিক বাহিনী চলতি মাসের শুরুতে শহরটি পরিত্যাগ করে। এর বেশি বিস্তারিত আর কোনো তথ্য তিনি সামনে আনেননি। এর আগে ইউক্রেন জানিয়েছিল, মঙ্গলবার পূর্বাঞ্চলীয় প্রদেশ লুহানস্কের ডেনেজনিকোভ গ্রামে হামলায় প্রায় ৫০ জন রুশ সেনা হতাহত হয়েছে।

ডিসেম্বর ২০.২০২১ at ১১:২১:০০ (GMT+06)
দেশদর্পণ/আক/এসএমডি/এসআর