যেসব চ্যানেলে দেখা যাবে কাতার-ইকুয়েডর ম্যাচ

বাংলাদেশের দুটি চ্যানেলে সরাসরি উপভোগ করা যাবে ম্যাচটি। দেশের একমাত্র খেলাধুলাবিষয়ক চ্যানেল টি স্পোর্টস এবং গাজী টেলিভিশন (জি টিভি) খেলাটি সরাসরি সম্প্রচার করবে। এ ছাড়া অনলাইনেও দেখা যাবে কাতার-ইকুয়েডর ম্যাচ। বাংলাদেশভিত্তিক অ্যাপ টফিতে দেখা যাবে ম্যাচটি। অ্যান্ড্রয়েড বা আইওএস অপারেটিং সিস্টেমে চলা ফোনের পাশাপাশি ট্যাবলেট কম্পিউটার, ল্যাপটপ, কম্পিউটার ও স্মার্ট টেলিভিশনে উপভোগ করা যাবে এ ম্যাচ।

আরো পড়ুন:
শীতে ত্বকের যেসব সমস্যা দেখা দেয়, যেভাবে সমাধান করবেন? 

দীর্ঘ প্রতীক্ষা আর নানা বিতর্কের পর পর্দা উঠতে যাচ্ছে ২২তম ফিফা ফুটবল বিশ্বকাপের। দোহার আল বায়াত স্টেডিয়ামে উদ্বোধনী ম্যাচে স্বাগতিক কাতারের প্রতিপক্ষ ইকুয়েডর। মধ্যপ্রাচ্যের দেশটির অভিষেক আসরে আট বছরের বিরতি কাটিয়ে বিশ্বকাপে লড়ার অপেক্ষায় ইকুয়েডর।

লাতিন এ দেশটি এ নিয়ে চতুর্থবারের মতো জায়গা করে নিয়েছে টুর্নামেন্টে। গুস্তাভো আলফারোর দলের বড় দুশ্চিন্তা গোল করা নিয়ে। নিজেদের খেলা শেষ ছয় ওয়ার্মআপ ম্যাচের চারটিতেই প্রতিপক্ষের জালে বল পাঠাতে ব্যর্থ হয়েছে। অবশ্য রক্ষণভাগের নৈপুণ্যে সে চার ম্যাচে কোনো গোলও হজম করেনি তারা।

ডিসেম্বর ২০.২০২১ at ১০:১৯:০০ (GMT+06)
দেশদর্পণ/আক/এসএমডি/এসআর