প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে, কৃষিই আগামী বাংলাদেশ গড়বে

আসন্ন শুকনা মৌসুমে, আমন ধানের পাশাপাশি রবি প্রণোদনা ২২- ২৩ অর্থবছরে, কৃষি প্রণোদনা কর্মসূচির আলোকে, গলাচিপা উপজেলায় কৃষকদের মাঝে, রাসায়নিক সার, বীজ, গম, খেসারি ডাল, মুগ ডাল, সূর্যমুখী সহ নানাবিধ শস্য পণ্য প্রান্তিক ক্ষুদ্র কৃষকদের মাঝে বিতরণ অনুষ্ঠানের উদ্বোধন কালে, সংসদ সদস্য ও জননেতা এস এম শাহজাদা একথা বলেন। গলাচিপা উপজেলা কৃষি অফিস কার্যালয়ে, শনিবার ১২ টায় কৃষক, জনপ্রতিনিধি, সুধী সমাজ, সরকারি কর্মকর্তা, সুবিধা ভোগীসহ, গণমাধ্যম কর্মীদের উপস্থিতিতে আলোচনা সভায়, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান ও জননেতা মোহাম্মদ সাহিন শাহ।

আরো পড়ুন:
কেশবপুরের গড়ভাংগায় আহাদুল্লাহ স্মৃতি ফুটবল টুর্নামেন্টর ফাইনাল খেলা অনুষ্ঠিত

উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা টিটো, জেলা পরিষদের সদস্য ও আওয়ামীলীগ নেতা মাইনুল ইসলাম রনো, আওয়ামী লীগের সহ-সভাপতি হাজী মুজিবুর রহমান, আজিজুর রহমান বাবলু, যুগ্ম-সাধারণ সম্পাদক মো. আলমগীর হোসেন, মহিলা ভাইস চেয়ারম্যান ওয়ানা মারজিয়া নিতু, সাংগঠনিক সম্পাদক তপন কুমার বিশ্বাস, কৃষি কমিটির সদস্য মাহবুবুর রহমান দুদা, আওয়ামী লীগের সহ-সভাপতি মেহেদী মাসুদ জুয়েল, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবিদ হাসান রুবেল, কৃষক লীগের সদস্য সচিব মো. ফিরোজ আহমেদ, কৃষক লীগ নেতা, মোহাম্মদ কাওসার তালুকদার প্রমুখ।

অনুষ্ঠানের সভাপতিত্ব ও বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মো. মহিউদ্দিন আল হেলাল (অতি:দা:),স্বাগত বক্তব্য রাখেন, উপজেলা কৃষি অফিসার আরজু আক্তার। শুভেচ্ছা বক্তব্য রাখেন প্রেস ক্লাব সভাপতি খালিদ হোসেন মিল্টন ও আটখালি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সাংবাদিক সমিত কুমার দত্ত মলায় প্রমুখ। অনুষ্ঠানের সঞ্চালনা করেন, কৃষি সম্প্রসারণ অফিসার মোহাম্মদ আকরামুজ্জামান। বরাদ্দকৃত রবি, প্রনোদনা বীজ, রাসায়নিক সার সুষ্ঠুভাবে বিতরণ করা হয়েছে।

ডিসেম্বর ২০.২০২১ at ০৯:৩৯:০০ (GMT+06)
দেশদর্পণ/আক/এসএমডি/এসআর