ভূঞাপুরে গরু ধান খাওয়াকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত ৮

টাঙ্গাইলের ভূঞাপুরে গরুতে দিয়ে ক্ষেতের ফসল খাওয়াকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষে আট জন আহত হয়েছেন।  শনিবার (১৯ নভেম্বর) সকালে উপজেলার নিকরাইল ইউনিয়নের কোনাবাড়ি চর এলাকায় সংঘর্ষের এ ঘটনা ঘটে। আহতদের টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। জানা গেছে, শাহআলম প্রামানিকের জমিতে প্রতিপক্ষ মিয়া বাড়ির জোয়াহের গরু দিয়ে ক্ষেতের ফসল খাওয়াচ্ছিলেন।

আরো পড়ুন:
ঝিনাইদহে ২ দিন ব্যাপী ডিজিটাল উদ্ভাবনী মেলা শুরু

এতে শাহআলম বাঁধা দিতে গেলে তার ওপর মিয়া বাড়ির লোকজন হামলা করে। পরে স্বজনরা জমির মালিক শাহআলমকে উদ্ধার করতে আসলে মিয়া বাড়ির লোকজন তাদের ওপরও দেশীয় অস্ত্র নিয়ে হামলা করে। এতে দুপক্ষের আট জন গুরুতর আহত হন। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিক্যাল অফিসার ডা. জুলফিকার জানান, সংঘর্ষের ঘটনায় আহত আট জনকে উন্নত চিকিৎসার জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। বাকিদের প্রাথমিক চিকিৎসা দেয়া হয়। ভূঞাপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ফরিদুল ইসলাম জানান, সংঘর্ষের খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এখনও কেউ অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে আইনী ব্যবস্থা নেয়া হবে।

নভেম্বর ১৯, ২০২২ at ১৭:০৮:০০(GMT+06)
দেশদর্পণ/আক/দেপ/ইমস