ঝিনাইদহে ২ দিন ব্যাপী ডিজিটাল উদ্ভাবনী মেলা শুরু

ঝিনাইদহে শুরু হয়েছে ২ দিন ব্যাপী ডিজিটাল উদ্ভাবনী মেলা। জেলা প্রশাসন শনিবার সকালে শহরের পুরাতন ডিসি কোর্ট চত্বর থেকে এ উপলক্ষে র‌্যালী বের করা হয়। র‌্যালিটি শহরের বিভিন্ন সড়ক ঘুরে একই স্থানে গিয়ে শেষ হয়। সেখানে বেলুন উড়িয়ে মেলার উদ্বোধন করেন সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য খালেদা খানম।

আরো পড়ুন:
নাইক্ষ্যংছড়িতে শহীদ নায়েব সুবেদার আব্দুল মান্নানের পরিবারকে বনবিভাগের চেক হস্তান্তর

পরে অনুষ্ঠিত আলোচনা সভায় জেলা প্রশাসক মনিরা বেগম, পুলিশ সুপার আশিকুর রহমানসহ অন্যান্যরা বক্তব্য রাখেন। পরে মেলার বিভিন্ন স্টল ঘুরে দেখেন অতিথিরা। দুই দিন ব্যাপী এ মেলায় সরকারি-বেসরকারি দপ্তর ও শিক্ষা প্রতিষ্ঠানে ৭০ টি স্টল স্থান পেয়েছে। শিক্ষার্থীরা তাদের উদ্ভাবনী প্রকল্প মেলায় প্রদর্শণ করছে।

নভেম্বর ১৯, ২০২২ at ১৭:০৩:০০(GMT+06)
দেশদর্পণ/আক/দেপ/ইমস