রাণীশংকৈল কলেজহাটে ৩ টি দোকান পুড়ে ছাই

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলের প্রাচীন ডিগ্রি কলেজহাটে গত বৃহস্পতিবার ১৭ নভেম্বর দিবাগত রাত দেড়টার সময় ৩টি কাঠ ও ফার্নিচারের দোকান আগুন লেগে পুড়ে ছাই হয়েছে। এতে প্রায় ৩ লক্ষ টাকার ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্ত দোকানদার পৌর শহরের বাসিন্দা নূর হোসেন ও স্বপন আলী জানান। সরেজমিনে গিয়ে জানা গেছে, ঘটনার সময় বৃহস্পতিবার রাত ১০টার দিকে দোকানদাররা দোকান বন্ধ করে বাসায় চলে যায়।

আরো পড়ুন:
ক্ষেতলালে আর্জেন্টিনা সমর্থক পরিষদের ১০০১ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা 

রাত দেড়টার সময় তাদের দোকানে আগুন লেগেছে শুনে তারা ঘটনাস্থলে ছুটে আসেন। এসময় উপজেলা ভাইস চেয়ারম্যান সোহেল রানাসহ আশপাশের লোকজনও ছুটে এসে আগুন নেভানোর চেষ্টা করে। খবর পেয়ে রাণীশংকৈল ফায়ার সার্ভিসের সদস্যরা এসে আগুন নিয়ন্ত্রণে আনেন। এসময় পুলিশ এসে ঘটনাস্থল পরিদর্শন করে।

এ আগুন শত্রুতামূলকভাবে লাগানো হয়েছে বলে ক্ষতিগ্রস্ত দোকানদাররা সন্দেহ করেন। পরদিন শুক্রবার ১৮ নভেম্বর সকালে পৌর মেয়র মোস্তাফিজুর রহমান ঘটনাস্থলে এসে ক্ষতিগ্রস্ত দোকানদারদের সাথে কথা বলেন। এবং তিনি তাদেরকে সাহায্য সহযোগিতা করার আশ্বাস দেন।

প্রসঙ্গত: সম্প্রতি ঐতিহ্যবাহী এ হাটের অব্যবস্থা ও অবৈধ দখলের বিরুদ্ধে সচেতন এলাকাবাসী মানববন্ধন করেন।

ডিসেম্বর ১8.২০২১ at ১৮:৩৪:০০ (GMT+06)
দেশদর্পণ/আক/এসএমডি/এসআর