বিএনপি মুখে রক্ষণাত্মক, অন্তরে আক্রমণাত্মক

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘ঢাকার রাজপথে বিজয় মিছিল করবে সরকারের পতন ঘটিয়ে, এসব অনেক কথা বিএনপি নেতারা অবিরাম তোতা পাখির মতো বুলি আউড়িয়ে গেছে। এখন ভিন্ন সুর, না জানি কী কৌশল। এখন মুখে বলছে, আমাদের সমাবেশ হবে, অনুমতি চাই। মুখে রক্ষণাত্মক মনোভাব, অন্তরে আক্রমণাত্মক শো ডাউন। আমরা প্রস্তুত আছি, ডিসেম্বরে খেলা হবে। ফাইনাল খেলা নির্বাচনে।

আরো পড়ুন:
পার্বত্য মন্ত্রীর আন্তরিকতায় পাল্টে যাচ্ছে বাইশারীর আলীক্ষ্যং এলাকার চিত্র 

বিএনপি মহাসচিবের দেওয়া বক্তব্যের প্রসঙ্গ টেনে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেছেন, ‘আগুন সন্ত্রাস কারা করেছে এ দেশের বাচ্চাও জানে। বোমা মারো, বেগম জিয়া নিজে বলেছেন।’ আজ শুক্রবার দুপুরে রাজধানীর ফার্মগেটে কৃষিবিদ ইনস্টিটিউটে বঙ্গবন্ধু সৈনিক লীগের প্রথম সম্মেলনে তিনি এ কথা বলেন।সারা দেশে শেখ হাসিনার উন্নয়ন-অর্জনে বিএনপির অন্তর্জ্বালা বাড়ছে মন্তব্য করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আরো বলেন, ‘তারা দিনের বেলায় রাতের অন্ধকার দেখে, তাই তারা সরকারের কোনো উন্নয়ন দেখতে পায় না।

বাংলাদেশ কখনো অনিশ্চয়তার দিকে যাবে না, বিএনপি যেভাবে অনিশ্চয়তার দিকে চলছে তাতে বিএনপিই অনিশ্চয়তার দিকে যাচ্ছে বলেও মনে করেন ওবায়দুল কাদের।বঙ্গবন্ধু সৈনিক লীগের আহ্বায়ক শিরীন আহমেদের সভাপতিত্বে সম্মেলনে আরো বক্তব্য দেন আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ডক্টর আবদুস সোবহান গোলাপ ও বঙ্গবন্ধু সৈনিক লীগের নবনির্বাচিত সভাপতি হারুনুর রসীদ।

ডিসেম্বর ১8.২০২১ at ১৬:৪২:০০ (GMT+06)
দেশদর্পণ/আক/এসএমডি/এসআর