বাঙ্গালী প্রজন্মকে মুক্তিযুদ্ধ সম্পর্কে জানতে আগ্রহী করবে দামাল

মুক্তিযুদ্ধের সময়কার স্বাধীন বাংলা ফুটবল দলের গল্প নিয়ে নির্মিত সিনেমা দামাল। মুক্তিযোদ্ধাদের অর্থের যোগান দিতে পশ্চিমবঙ্গসহ ভারতের বিভিন্ন স্টেডিয়ামে কিভাবে ফুটবল খেলে টাকা তুলে মুক্তিযোদ্ধাদের সাহায্যে করা হত তাই তুলে ধরা হয়েছে সিনেমাটিতে। যুক্তরাষ্ট্রসহ প্রবাসে বেড়ে উঠা বাঙ্গালী প্রজন্মের কিশোর-কিশোরী ও শিশুরা ছবিটি দেখলে মুক্তিযুদ্ধ সম্পর্কে জানতে আগ্রহী হবে। সেই সাথে জীবনে চলার পথের ঘাত-প্রতিঘাতে ঘুরে দাড়ানোর অনুপ্রেরণা জাগবে ছবিটি দেখলে। ডিসেম্বর মাসকে সামনে রেখেই ‘দামাল’ চলচ্চিত্রটির প্রদর্শনি। এছাড়া যারা বাংলা বুঝেনা তারাও ছবিটি দেখতে পারবে। ছবিটিতে ইংরেজী সাব-টাইটেল রয়েছে।

আরো পড়ুন:
কেশবপুরে ডিজিটাল উদ্ভাবনী মেলা অনুষ্ঠিত

নিউইয়র্কসহ যুক্তরাষ্ট্রের ১৫টি শহরে মুক্তি পেতে যাওয়া বহুল আলোচিত চলচ্চিত্র ‘দামাল’ সম্পর্কে এভাবে তুলে ধরেন বায়োস্কোপ ফিল্মসের সিইও রাজ হামিদ। স্থানীয় সময় বুধবার (১৬ নভেম্বর) জ্যাকসন হাইটসের মুনলাইট রেস্টুরেন্টে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। এসময় তিনি বলেন, ২০১৭ সালে যাত্রা শুরু করে বায়োস্ক্রোপ ফিল্ম। এ পর্যন্ত ২৮টি ছবি যুক্তরাষ্ট্র ও কানাডায় প্রদর্শনের ব্যবস্থা করা হয়েছে। দামাল হচ্ছে ২৯তম ছবি। তবে গত ৫বছরের পথচলায় পরাণ সবচেয়ে সফল প্রদর্শিত সিনেমা বলেও তিনি উল্লেখ করেন।

বাংলা ছবি নিয়ে কাজ করায় প্রথম দিকে অনেকেই হাসি-ঠাট্টা করলেও এখন বেশ সাড়া পাওয়া যাচ্ছে উল্লেখ করে তিনি বলেন, বাংলা ছবি দেখানোর পিছনে দুটো লক্ষ্য ছিল। এর মধ্যে অন্যতম যুক্তরাষ্ট্রসহ প্রবাসে বাংলা ছবির দর্শক তৈরি করা এবং কি ধরনের ছবি হওয়া প্রয়োজন দর্শকরাই যাতে তা ঠিক করতে পাওে, এটাই নিশ্চিত করা।

এসময় তিনি বায়োস্কোপ ফিল্মসের ভবিষ্যত পরিকল্পনা নিয়ে কথা বলতে গিয়ে বলেন, বায়স্কোপ আফ্রিকায় নিবন্ধিত হয়েছে ২০২০ সালে। তবে এখনো কর্মকান্ড শুরু হয়নি। এবছর বায়োস্কোপ কানাডা নিবন্ধন হয়েছে। পরাণই হবে বায়োস্কোপ কানাডার প্রথম ছবি। ডিসেম্বরেই এটি প্রদর্শিত হবে। আগামী বছরের প্রথম দিকে বায়োস্কোপ দুবাই নিবন্ধিত হবে। দুবাইয়ের মার্কেটও দেখতে চায় বায়োস্কোপ ফিল্মস। দুবাইতে ৪৭টি প্রেক্ষাগৃহে বাংলা ছবি নিয়ে যাবে বায়োস্কোপ ফিল্মস। এছাড়া ভবিষ্যতে বায়োস্কোপ ফিল্মস এর ব্যানাওে বাংলা ছবি নির্মিত হবে বলেও তিনি জানান।

তিনি বলেন, বিশ্ববাজারে এখন বাংলা ছবি। যুক্তরাষ্ট্র, কানাডা, অস্ট্রেলিয়াসহ বিভিন্ন দেশে বাংলা ছবি প্রদর্শিত হওয়ায় বৈদেশিক মূদ্রার আয়ও বাড়ছে। ভালো কন্টেন্টের সিনেমার জন্য দর্শকের অভাব হয় না। আমেরিকার বিভিন্ন শহরে সাম্প্রতিক সময়ে বাংলা চলচ্চিত্রের সফল প্রদর্শনী উৎসাহজনক। নিউয়র্কের মতো বড় শহরের বাইরেও প্রান্তিক আমেরিকার বিভিন্ন হলে বাংলা চলচ্চিত্রের দর্শক এখন প্রচুর।

এসময় সাপ্তাহিক পরিচয় সম্পাদক নাজমুল আহসান বলেন, নতুন উদ্যেগকে সমর্থন দিয়ে এগিয়ে নিয়ে যাচ্ছে কমিউনিটির সাংবাদিকরা। বাংলা সিনেমা কমিউনিটিতে দ্রæতই তার জায়গা করে নিবে। রুচিশীল বাংলা সিনেমা, যে গুলো কমিউিনিটির মানুষের জীবনের সাথে বিভিন্নভাবে সম্পৃক্ত সে গুলো প্রদর্শনের ব্যবস্থা হলে সবাই উপকৃত হবে। প্রথম আলো উত্তর আমেরিকার সম্পাদক ইব্রাহীম চৌধুরী বলেন, আমরা ভাবতাম আমাদের জীবন নিয়ে এভাবে একদিন সিনেমা হবে। পরিচালক, রচয়িতাদের উদ্ভুদ্ধ করতে হবে। দামাল মুক্তিযুদ্ধেও সিনেমা। ডিসেম্বও মাসকে সামনে রেখে দামাল চমৎকার সাড়া ফেলবে।

বাংলাদেশ প্রতিদিন উত্তর আমেরিকার নির্বাহী সম্পাদক লাভলু আনসার বলেন, মুক্তিযুদ্ধের সময় ফুটবল খেলার সাথে সাথে গান গেয়ে আর্থিক তহবিল গড়ার পাশাপাশি ভারতীয়দের উদ্ধুদ্ধ করতে ভূমিকা রেখেছে অনেক মুক্তিযোদ্ধা গায়ক। মুক্তিযুদ্ধের চেতনা প্রবাসে প্রবাহে কাজ করছে বায়োস্কোপ ফিল্মস। কমিউনিটির প্রবাসীদের জীবন-সংগ্রাম ও বেড়ে উঠার গল্প নিয়ে চলচিত্র নির্মানের আহবান জানান তিনি। যা প্রবাসীদের পাশাপাশি বাংলাদেশে ব্যাপক জনপ্রিয়তা পাবে বলেও আশাবাদ ব্যক্ত করেন।

সংবাদ সম্মেলনে সাপ্তাহিক পরিচয় সম্পাদক নাজমুল আহসান, সাপ্তাহিক প্রবাস সম্পাদক মোঃ সাঈদ, প্রথম আলো উত্তর আমেরিকার সম্পাদক ইব্রাহীম চৌধুরী, বাংলাদেশ প্রতিদিন উত্তর আমেরিকার নির্বাহী সম্পাদক লাভলু আনসার, সাপ্তাহিক নবযুগ সম্পাদক সাহাবউদ্দিন সাগর, কমিউনিটি এ্যাক্টিভিস্ট মিনহাজ আহমেদ শামু, টিবিএন২৪ এর শামীম আহমেদ, চ্যানেল আই যুক্তরাষ্ট্রের রাশেদ আহমেদ, এটিএন বাংলার কানু দত্ত, প্রথম আলো উত্তর আমেরিকার মোঃ মঞ্জুরুল হক, সাপ্তাহিক আজকালের সঞ্জিবন কুমার, তোফাজ্জল লিটন, নিহার সিদ্দিকী সহ স্থানীয় সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

আগামী ১৮ নভেম্বর শুক্রবার নিউইয়র্কের জ্যামাইকা মাল্টিপ্লেক্স, ক্যালফোর্নিয়ার নর্থ হলিউড, সান ফ্রান্সিসকো, টেক্সাসের ডালাস, হিউস্টোন, বাল্টিমোর, শিকাগো, ওরল্যান্ডো, মিয়ামি, ডেট্রয়েট, রেনো, পোর্টল্যান্ড, বোস্টনসহ ১৫টি শহরে মুক্তি পেতে যাচ্ছে দামাল। এরপর আগামী ২ ডিসেম্বর রিগ্যাল, হারকিনস, সিনেমার্কের ৫০টি থিয়েটারে মুক্তি পাবে ‘দামাল’। এরই মধ্যে অগ্রিম টিকিট বিক্রি শুরু হয়েছে।

ইমপ্রেস টেলিফিল্ম লি. ও চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগরের গল্প অবলম্বনে সিনেমাটি নির্মাণ করেছেন রায়হান রাফী। দামালের বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন বিদ্যা সিনহা মিম, সিয়াম আহমেদ, শরিফুল রাজ, সুমিত, রাশেদ অপু, সাঈদ বাবু, শাহনাজ সুমি, সৈয়দ নাজমুস সাকিব প্রমুখ।

ডিসেম্বর ১৭.২০২১ at ১৭:১৮:০০ (GMT+06)
দেশদর্পণ/আক/এসএমডি/এসআর