মদনে মৎস্যজীবীদের সাথে মতবিনিময় সভা অনুষ্টিত

নেত্রকোনার মদনের হাওর অঞ্চলের প্রকৃত মৎস্যজীবীদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৬ নভেম্বর) বিকাল ৪টায় উপজেলা কয়ার হাওর সংলগ্ন কুলিয়াটি গ্রামে উপজেলা মৎস্য কর্মকর্তা কার্যালয়ের উদ্যোগে এ মতবিনিময় সভা অনুষ্টিত হয়।

আরো পড়ুন:
পটুয়াখালীতে দুইদিনব্যাপী সাহিত্য মেমার উদ্বোধন

এসময় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা মৎস্য কর্মকর্তা জনাব শাহজাহান কবির। এছাড়াও উপস্থিত ছিলেন ময়মনসিংহ মৎস্য অধিদপ্তরের সহকারী পরিচালক সালাউদ্দিন কবির, বিভাগীয় উপ-পরিচালকের কার্যালয়, ঢাকা এর সহকারী পরিচালক ডঃ শহিদুল ইসলাম, উপজেলা মৎস্য কর্মকর্তা মো. কামরুল হাসান, মৎস্য গবেষণা ইনস্টিউটের বৈজ্ঞানিক কর্মকর্তাগণ ও প্রায় অর্ধশতাধিক মৎস্যজীবীগণ।এসময় হাওর অঞ্চলের দেশীয় প্রজাতির মাছ হ্রাসের কারণ ও উৎপাদন বৃদ্ধিকরণে করণীয় বিষয়গুলো নিয়ে বক্তাগণ আলোকপাত করেন।

ডিসেম্বর ১৭.২০২১ at ০৯:৫৭:০০ (GMT+06)
দেশদর্পণ/আক/এসএমডি/এসআর