সুইজারল্যান্ডের রাষ্ট্রদূত নাথালি চুয়ার্ড ,যবিপ্রবি পরিদর্শন করলেন

ছবি: সংগৃহীত

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ইন্ডাস্ট্রিয়াল প্রডাকশন ইঞ্জিনিয়ারিং (আইপিই) বিভাগ ও সুইজারল্যান্ড ভিত্তিক উন্নয়ন সংস্থা সুইসকনট্যাক্টের যৌথ আমন্ত্রণে তিনি যবিপ্রবি পরিদর্শনে আসেন।মঙ্গলবার (১৫ নভেম্বর) বিকেলে সড়কপথে পদ্মা সেতু হয়ে সুইজারল্যান্ডের রাষ্ট্রদূত ও তার সফরসঙ্গীরা যবিপ্রবি পরিদর্শনে আসেন।

আরো পড়ুন:
যশোরে ইয়াবা ব্যবসায়ী সিদ্দিক গ্রেফতার

যবিপ্রবিতে তাদের স্বাগত জানান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আনোয়ার হোসেন ও বিশ্ববিদ্যালয়ের জ্যেষ্ঠ শিক্ষক-কর্মকর্তারা। বিকেল ৩টায় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ভবন ও গবেষণাগার পরিদর্শনে যান নাথালি চুয়ার্ড। বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু শেখ মুজিব একাডেমিক ভবনে গিয়ে তিনি ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড প্রডাকশন ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীদের তৈরি রয়েল প্লাগ, বাম্প রাবার অব মোটরসাইকেল, পিভিসি পাইপ জয়েন্ট ও ব্রেক প্যাডেল তৈরির ডাইস, অটোমেটেড প্লান্ট ওয়াটার ডিস্ট্রিবিউশন সিস্টেম এবং সলিড ফার্টিলাইজার স্প্রেডার মেশিনসহ নানা প্রকল্প ঘুরে দেখেন।

পরবর্তীতে তিনি আইপিই বিভাগের অত্যাধুনিক বিভিন্ন ল্যাব ও ওয়ার্কশপ পরিদর্শন করেন। যবিপ্রবির শিক্ষা ও গবেষণায় উন্নয়ন দেখে সন্তোষ প্রকাশ করেন সুইজারল্যান্ডের রাষ্ট্রদূত। একই সঙ্গে যবিপ্রবির শিক্ষা ও গবেষণায় তার দেশের সহযোগিতার কথা উল্লেখ করেন তিনি।

নভেম্বর ১৬, ২০২২ at ২০:৫৮:০০(GMT+06)
দেশদর্পণ/আক/দেপ/ইমস