লালপুরে প্রান্তিক চাষীদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ

নাটোরের লালপুরে রবি ২০২২-২৩ মৌসুমে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ৩হাজার ৫শ ক্ষুদ্র ও প্রান্তিক চাষীদের মাঝে বিনামূল্যে গম, ভুট্টা, সরিষা, শীতকালীন পেঁয়াজ, মসুর, খেসারি, মুগের বীজ ও রাসায়নিক সার বিতরণের উদ্বোধন করা হয়েছে।

আরো পড়ুন:
ক্ষেতলালে মতবিনিময় সভা অনুষ্ঠিত

বুধবার (১৬ নভেম্বর) সকালে লালপুর উপজেলা কৃষিসম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ অডিটরিয়ামে বীজ ও রাসায়নিক সার বিতরণের শুভ উদ্বোধন করেন নাটোর-১ আসনের সংসদ সদস্য শহিদুল ইসলাম বকুল।

লালপুর উপজেলা নির্বাহী অফিসার শামীমা সুলতানার সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম জয়, উপজেলা কৃষি অফিসার রফিকুল ইসলাম প্রমুুখ।

ডিসেম্বর ১৬.২০২১ at ২০:১৯:০০ (GMT+06)
দেশদর্পণ/আক/এসএমডি/এসআর