গাবতলীতে প্রার্থীর সমর্থকদের সংঘর্ষে উভয়পক্ষের কমপক্ষে ১৪জন আহত

বগুড়া গাবতলীর মহিষাবান ইউনিয়ন পরিষদের ইউপি সদস্যের নির্বাচনকে কেন্দ্র করে দুই প্রার্থীর প্রতিহিংসার জের ধরে উভয় প্রার্থীর সমর্থকদের সংঘর্ষে উভয়পক্ষের কমপক্ষে ১৪জন আহত হয়েছে। গত মঙ্গলবার রাত ৯টায় উপজেলার রাণীরপাড়া গ্রামে এ ঘটনা ঘটেছে। মডেল থানা পুলিশ সংবাদ পেয়ে দ্রæত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। এব্যাপারে থানায় উভয় পক্ষের মামলার প্রস্ততি চলছে।

আরো পড়ুন:
এনসিসি ব্যাংক স্কুল ব্যাংকিং ক্যাম্পেইন উদ্বোধন

জানা গেছে, বিগত ইউনিয়ন পরিষদের নির্বাচনে উপজেলার মহিষাবান ইউনিয়ন রাণীরপাড়া গ্রামে পাশাপাশি বাড়ী এবং ৫নং ওয়ার্ডের বাসিন্দা হাফিজার রহমান সুলতান ও সুলতান আহম্মেদ তারা দু’জনই ইউপি সদস্য পদে নির্বাচন করেন। এদের মধ্যে সুলতান আহম্মেদ (৩৫) নির্বাচিত হন। এরপর থেকেই তাদের মধ্যে প্রতিহিংসার দেওয়াল সৃষ্টি হয়। এর জের ধরে গত মঙ্গলবার রাত ৯টায় উপজেলার রাণীরপাড়া গ্রামে নির্বাচিত ইউপি সদস্য সুলতার আহম্মেদের বাড়ীর সামনে প্রতিপক্ষ হাফিজার রহমান সুলতানের লোকজন অতর্কিতভাবে হামলা চালালে উভয়পক্ষের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষ শুরু হয়।

উক্ত সংঘর্ষে উভয়পক্ষের কমপক্ষে ১৪জন আহত গুরুত্বরভাবে আহত হয়। সুলতার আহম্মেদের পক্ষের আহতরা আবুল কালাম আজাদ (৬২), ইউপি সদস্য সুলতান মাহমুদ (৩৫), শহীদুল ইসলাম (৩০), সবুজ মিয়া (৩২) ও আপেল মাহমুদ (১৫) এবং হাফিজার রহমান সুলতানের পক্ষে হোসেন আলী মন্ডল (৫০), তার ছেলে জিকু মন্ডল (২৬), মৃত হবিবর রহমানের ছেলে ফজলুর রহমান বুলু (৪০), মজনু প্রামানিক (৩৫), সাজু প্রামানিক (৩০) ও মজনু প্রামানিকের ছেলে তপু প্রামানিক (২২)।

উভয় পক্ষের গুরুত্বর আহরা বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি রয়েছে। এ ঘটনায় এ রিপোর্ট লেখা পর্যন্ত গাবতলী মডেল থানায় মামলার প্রস্ততি চলছে। এব্যাপারে মডেল থানার ওসি সনাতন চন্দ্র সরকার বলেন আহতরা হাসপাতালে ভর্তি আছে। এখানো কোন অভিযোগ পাওয়া যায়নি। পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

ডিসেম্বর ১৬.২০২১ at ১৯:২২:০০ (GMT+06)
দেশদর্পণ/আক/এসএমডি/এসআর