ভোলার চরফ্যাশনে পানি ভর্তি বালতি পড়ে শিশুর মৃত্যু

ভোলার চরফ্যাশনে পানি ভর্তি বালতিতে পড়ে তাসরিফা আহমেদ রুবা (২) নামের এক শিশুর মৃত্যু হয়েছে।বুধবার দুপুরে দুলারহাট থানার আহাম্মদপুর ইউনিয়নের ৫ নং ওয়ার্ডে শিশু রুবার নিজ বাড়িতে এ দ‚র্ঘনা ঘটে। নিহত শিশু ওই এলাকার তোফায়েল আহম্মেদের মেয়ে। স্থানীয় সূত্রে জানাযায়, শিশুর মাসহ পরিবারের সদস্যরা গৃহস্থলির কাজে ব্যস্ত ছিলেন। শিশু রুবা ঘরেই খোলাধুলা করছিলেন। হঠাৎ তাকে ঘরে না দেখেতে পেয়ে খুঁজতে থাকেন পরিবারের সদস্যরা। অনেক খোঁজাখুঁজির পর শিশুকে কোথাও না পেয়ে ঘরে ফিরেন শিশু রুবার মা।

আরো পড়ুন:
ভোলায় ঢাকা প্রতিদিন প্রত্রিকার ৮ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

ঘরে ফিরে পানি ভর্তি বালতিতে শিশুর মাথা ডুবে থাকতে দেখে ডাক চিৎকার দেন। পরিবারের অপর সদস্যরা এসে শিশুটিকে উদ্ধার করে চরফ্যাশন হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।আরনা করা হচ্ছে , খেলতে গিয়ে শিশু রুবা পানি ভর্তি বালতি পড়ে মৃত্যু হয়েছে। পানি ভর্তি বালতির ভিতর শিশুর পা ওপররের দিকে ছিলো। দুলারহাট থানার অফিসার ইনচার্জ মো. আনোয়ারুল হক জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তবে প্রাথমিক ভাবে ধারনা করা হচ্ছে, পানি ভর্তি বালতিতে পড়েই শিশুটির মৃত্যু হয়েছে।

ডিসেম্বর ১৬.২০২১ at ১৮:২৬:০০ (GMT+06)
দেশদর্পণ/আক/এসএমডি/এসআর