ফুলতলী সীমান্তে মাইন বিস্ফোরণে বাংলাদেশী এক যুবক আহত

বান্দরবনের নাইক্ষ্যংছড়ি সীমান্তে মাইন বিস্ফোরণে পায়ে গুরুতর আঘাত পেয়েছে বাংলাদেশী এক যুবক। বুধবার (১৬ নভেম্বর) ভোর ৫টায় নাইক্ষ্যংছড়ি উপজেলার সদর ইউনিয়নের ফুলতলী এলাকার সীমান্তের কাঁটাতারের বেড়া ঘেষে ঘটনাটি ঘটে।

আরো পড়ুন:
রোহিঙ্গা শিবিরে অস্থিরতার পেছনে মিয়ানমারের হাত

বিষয়টি নিশ্চিত করেছেন সদর ইউনিয়নের চেয়ারম্যান নুরুল আবছার ইমন। তিনি জানান,বুধবার ভোরে সদর ইউনিয়নের ফুলতলী সীমান্ত এলাকায় কাঁটাতারের বেড়ার কাছে হঠাৎ দুইটি মাইন বিস্ফোরণের প্রকট আওয়াজ শুনতে পায় সীমান্তবাসীরা। সাথে সাথে আমাকে ফোনে ঘটনার খবরটি জানায়।তাতে ঘটনার বিস্তারিত জানতে পেরেছি।

তিনি আরও বলেন, এতে বেলাল নামক এক যুবক আহত হয়, আঘাতপ্রাপ্ত বেলাল এর আগেও ইয়াবা বড়ি নিয়ে বিজিবির হাতে আটক হয়েছিল। সে একজন মাদক কারবারি বলে সীমান্তবাসীর থেকে জানাযায়। অতএব এলাকাবাসী এবারেও সন্দেহ করছে ইয়াবা পাচারের কাজে সে সীমান্তের কাঁটাতারের বেড়ার কাছে গিয়েছিল। সেখানে বিস্ফোরণের ঘটনাটি ঘটেছে বলে ধারণা করছে এলাকাবাসী। আঘাতপ্রাপ্ত যুবক রামু উপজেলার কচ্ছপিয়া ইউনিয়নের পূর্বহাজীরপাড়ার আবুল হাশেমের পুত্র মুহাম্মদ বেলাল (৩০)।

স্থানীয়রা জানান,
বুধবার ভোর ৫টার দিকে ফজরের নামাজ আদায় করার সময় সীমান্তের কাঁটাতারের বেড়ার সংলগ্ন ওপারে মিয়ানমার ভূখন্ডে দুইটি প্রকট শব্দ শুনা যায়। তখন নামাজ শেষে স্থানীয়রা ঘটনার বিস্তারিত জানতে গিয়ে জানাযায় রামু উপজেলার কচ্ছপিয়া ইউনিয়নেন পূর্ব হাজি পাড়া এলাকার বাসিন্দা আবুল হাশেমের পুত্র মুহাম্মদ বেলাল মাইন বিস্ফোরণে গুরুতর আঘাত পায়। ঘটনা স্থল থেকে তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য নাইক্ষ্যংছড়ি হাসপাতালে নিয়ে যাওয়া হয়, পরে উন্নত চিকিৎসার জন্য তাকে কক্সবাজার সদর হাসপাতালে প্রেরন করেন।স্থানীয়রা আরও জানান, বেলাল একজন মাদক কারবারির সদস্য। এর আগেও সীমান্ত থেকে ইয়াবা মাদক পাচারের সময় হাতেনাতে আটক করে বিজিবি।

নাইক্ষ্যংছড়ি থানা অফিসার ইনচার্জ (ওসি) টান্টু সাহার সাথে যোগাযোগ করতে চাইলে তাঁর ফোনে সংযোগ পাওয়া যায়নি। প্রসঙ্গত, গত কয়েক মাস ধরে নাইক্ষ্যংছড়ি সীমান্তের চাকঢালা, আশারতলী, ফুলতলী, কম্বনিয়া, জামছড়ির কয়েকটা পয়েন্টে প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে মিয়ানমারের চোরাই পথে গরু আর ইয়াবা বড়ি নিয়ে আসছে কয়েকটি সিন্ডিকেটের সদস্য।

ডিসেম্বর ১৬.২০২১ at ১৪:৪০:০০ (GMT+06)
দেশদর্পণ/আক/এসএমডি/এসআর