১৬ নভেম্বর নামাজের সময়সূচি

প্রত্যেক মুসলমানের জন্য নামাজ একটি আবশ্যক ইবাদত। দৈনিক পাঁচ ওয়াক্ত ফরজ, ওয়াজিব ও সুন্নত নামাজের বাইরেও কিছু নফল নামাজ রয়েছে। তবে যতই ব্যস্ততা থাকুক, ওয়াক্তমতো শুধু ফরজটুকু হলেও পড়ে নেয়া উচিত। দেখে নিন ঢাকা ও এর আশপাশের এলাকার নামাজের সময়সূচি।
১৬ নভেম্বর নামাজের সময়সূচি

আজ বুধবার (১৬ নভেম্বর)। ঢাকা ও আশপাশের এলাকার নামাজের সময়সূচি তুলে ধরা হলো।

জোহর- ১১:৪৭ মিনিট।
আসর- ৩:৩৭ মিনিট।
মাগরিব- ৫:১৬ মিনিট।
এশা- ৬:৩২ মিনিট।
ফজর (১৭ নভেম্বর)- ৪:৫৮ মিনিট।

আরও পড়ুন:
রংপুর সিটি করপোরেশনের নির্বাচনে ইসির ৬ নির্দেশনা

বিভাগীয় শহরের জন্য উল্লিখিত সময়ের সঙ্গে যেসব বিভাগে সময় যোগ-বিয়োগ করতে হবে, তা হলো:

বিয়োগ করতে হবে-
চট্টগ্রাম : -০৫ মিনিট
সিলেট : -০৬ মিনিট

যোগ করতে হবে-
খুলনা : +০৩ মিনিট
রাজশাহী : +০৭ মিনিট
রংপুর : +০৮ মিনিট
বরিশাল : +০১ মিনিট

তথ্যসূত্র : ইসলামিক ফাউন্ডেশন

ডিসেম্বর ১৬.২০২১ at ১০:১৭:০০ (GMT+06)
দেশদর্পণ/আক/এসএমডি/এসআর