গাবতলী উপজেলা সুজন এর কেক কর্তন ও ত্রাণ বিতরণ

সুজন-সুশাসনের জন্য নাগরিক এর ২০তম প্রতিষ্ঠাবার্ষিকী গত ১৪নভেম্বর/২২ সোমবার বগুড়ার গাবতলী উপজেলা কমিটির উদ্যোগে নানা কর্মসুচীর মাধ্যমে পালন করা হয়েছে। কর্মসুচীর মধ্যে ছিল আলোচনা সভা, কেক কর্তন ও ত্রাণ সামগ্রী বিতরণ। উপজেলার পীরগাছা হাইস্কুল মাঠে অনুষ্ঠিত আলোচনা সভা সংগঠনের সদস্য অধ্যাপক আবু নছর মোহাম্মদ আলম এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন বগুড়া ক্যান্টঃ পাবলিক স্কুল ও কলেজের শিক্ষক (অবঃ) ও দৈনিক বগুড়ার সাহিত্য সম্পাদক এমবি কল্পনা।

আরো পড়ুন:
পাঁচবিবিতে নারী সংক্রান্ত বিষয়কে কেন্দ্র করে দু’পক্ষের সংর্ঘষ, নিহত-১- আহত-৬

সুজন-সুশাসনের জন্য নাগরিক গাবতলী উপজেলা কমিটির সাধারণ সম্পাদক মুহাম্মাদ আবু মুসা’র পরিচালনায় আরো বক্তব্য রাখেন সংগঠনের জেলা সাধারণ সম্পাদক হুমায়ন ইসলাম তুহিন, কোষাধ্যক্ষ নুর হাবিব, পীরগাছা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুর রাজ্জাক, পীরগাছা এ এফ বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল হান্নান, সুজন উপজেলা কমিটির সাংগঠনিক সম্পাদক আল আমিন মন্ডল।

এ সময় উপস্থিত ছিলেন সমাজকর্মী সেলিনা আক্তার, বীর মুক্তিযোদ্ধা আমজাদ হোসেন টুকু, স্থানীয় ইউপি মেম্বার জহুরুল ইসলাম, বিশিষ্ঠ ব্যবসায়ী আবু আছাদ, আব্দুল বাকী, শাহ সুলতান, পীরগাছা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক রুহুল আমিন ফারুক, মাকসুদুর রহমান রকি, তপন কুমার সরকার, সংগঠনের উপদেষ্ঠা সদস্য ড. প্রভাষক শফিকুল ইসলাম শফিক, নির্বাহী সদস্য ডাঃ শাহাদত হোসেন, আব্দুস সালাম, নাহিদ চৌধুরী সায়েম, আতাউর রহমান, শফিকুল ইসলাম, সুমন মিয়া, আবু তৌহিদ হাসান।

সাংবাদিক শাপলা খন্দকার,দৈনিক প্রভাতের আলো পত্রিকার প্রতিনিধি আমিনুল আকন্দ, দৈনিক মুক্তজমিন পত্রিকার প্রতিনিধি আরিফুল ইসলাম বয়েলসহ সুজন এর অন্যান্য নেতৃবৃন্দ। আলোচনা সভা শেষে প্রধান অতিথি এমবি কল্পনাসহ অন্যান্য অতিথিবৃন্দ সুজন-সুশাসনের জন্য নাগরিক এর ২০তম প্রতিষ্ঠাবার্ষিকী’র কেক কাটেন এবং অসহায় মানুষদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেন।

ডিসেম্বর ১৫.২০২১ at ১৯:৫৮:০০ (GMT+06)
দেশদর্পণ/আক/এসএমডি/এসআর