দিনাজপুরে ডাচ বাংলা ব্যাংকের এটিএম বুথের চুরি যাওয়া টাকা উদ্ধার, গ্রেফতার দুই

দিনাজপুরে ডাচ বাংলা ব্যাংকের ফাস্ট ট্রাকের এটিএম বুথের ( ক্যাশ ডিপোজিট মেশিন) সিডিএম থেকে চুরি যাওয়া প্রায় ১২ লাখ টাকা উদ্ধার করতে পেরেছেন দিনাজপুরের জেলা পুলিশের কর্মকর্তারা। সেই সাথে চুরিতে জড়িত একই ব্যাংকের একজন কর্মকর্তাসহ সহযোগিকে গ্রেফতারসহ আলামত জব্দ করেছেন তারা। গেল ১১ নভেম্বর রাতে দিনাজপুর শহরের ফুলবাড়ী বাস স্টান্ডে ব্যাংকের ফাস্ট ট্রাকে ওই চুরির ঘটনা ঘটে। এব্যাপারে আজ সোমবার গণমাধ্যম কর্মীদের বিস্তারিত অবহিত করেছেন পুলিশ কর্মকর্তারা।

গ্রেফতার ব্যাংক কর্মকর্তা বরকত জামান পঞ্চগড় জেলার বোদা উপজেলার বাগপুর গ্রামের বাসিন্দা মৃত তবিজুল ইসলামের ছেলে। তিনি ওই ফাস্ট ট্রাকে জুনিয়র চ্যানেল কর্মকর্তা হিসেবে কর্মরত ছিলেন। চুরিতে তাকে সহযোগিতা করেছে দিনাজপুর সদরের শেখপুরার রাজারামপুর গ্রামের বাসিন্দা মতিউর রহমানের ছেলে বিকাশ ব্যবসায়ী রেজাউল ইসলাম।

আরো পড়ুন:
বিএনপির অস্থিতিশীল করার পরিকল্পনা কখনো বাস্তবায়ন হবে না – এমপি নাবিল

দিনাজপুরের পুলিশ সুপার শাহ ইফতেখার আহমেদ জানান, পরিকল্পনা ও কৌশল অনুযায়ী গেল ১১ নভেম্বর শুক্রবার বুথের প্রহরিকে চেনতানাশক প্রয়োগ করে ২ ধরনের ডিজিটাল পাসওয়ার্ড ব্যবহার করে ফাস্ট ট্রাকের ক্যাশ ডিপোজিট মেশিন (সিডিএম) খুলে ১১ লাখ ৯৫ হাজার ৫শত টাকা হাতিয়ে নেন বুথের দ্বায়িত্বে থাকা জুনিয়র কর্মকর্তা বরকত জামান। চুরির ঘটনায় ধরা পড়া এড়াতে সিসিটিভির ডিভিআর খুলে নিয়েছিল সে।

এব্যাপারে পরদিন কোতয়ালী থানায় মামলা করেন ব্যাংকের জেলা কর্মকর্তা অপুর্ব রায়। মামলা নম্বর ৩৬। মামলার তদন্তে নামেন পুলিশ সুপার শাহ ইফতেখার আহমেদ, অতিরিক্ত পুলিশ সুপার ( ক্রািম এন্ড অপস) আসলাম উদ্দিন, সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার জিন্নাহ আল্ মামুন, কোতয়ালী থানার ইনচার্জ তানভিরুল ইসলাম তানভীর, তদন্ত ইন্সপেক্টর গোলাম মওলা এবং উপ পরিদর্শক আসাদুজ্জামান আসাদসহ অন্যান্যরা।

পুলিশ সুপার শাহ ইফতেখার আহমেদ জানান, চুরির ঘটনা দ্রুত উৎঘাটনের সুবিধার্থে র্যাব পিবিআই এবং সিআইডির ক্রাইমসিনের সহায়তায় অভিযানে নামেন তারা। পারিপার্শ্বিকতা বিবেচনায় নিয়ে সন্দেহের তালিকা ধরে প্রথমে ওই ফাস্ট ট্রাকের জুনিয়র কর্মকর্তা বরকত জামানকে জিজ্ঞাসাবাদ করেন তারা। প্রথমে অস্বীকার করলেও এক পর্যায়ে স্বীকার করে সে। তার দেওয়া তথ্য মতে সহযোগি রেজাউল ইসলামকে আটক করেন তারা। দুজনের স্বীকারোক্তি অনুযায়ী চুরি যাওয়া টাকা উদ্ধার এবং ভাঙ্গা অবস্হায় সিসিটিভির ডিভিআরসহ সমস্ত আলামত উদ্ধার করতে পেরেছেন তারা।

এদিকে গ্রেফতার দুজনকে আজ সোমবার দুপুরের দিকে আদালতে তুলে দিয়েছেন তারা। অন্যদিকে বন্ধ রাখা হয়েছে ওই ফাস্ট ট্রাকটি। দিনাজপুরের এম আব্দুর রহিম মেডিকেল কলেজের হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে ব্যাংকের নৈশ্য প্রহরি।

ডিসেম্বর ১৪.২০২১ at ২০:২০:০০ (GMT+06)
দেশদর্পণ/আক/এসএমডি/এসআর