পত্নীতলায় ডিজিটাল উদ্বাবনী মেলার উদ্বোধন

নওগাঁর পত্নীতলায় উপজেলা প্রশাসনের আয়োজনে তিন দিন ব্যাপী ডিজিটাল উদ্বাবনী মেলার উদ্বোধন উপলক্ষ্যে সোমবার উপজেলা পরিষদ চত্বরে র‌্যালী ও আলোচন সভা অনুষ্ঠিত হয়েছে। উদ্ভাবনী জয়োল্লাসে স্মার্ট বাংলাদেশ এই প্রতিপাদ্যকে সামনে নিয়ে বর্ণাঢ্য এক র‌্যালী উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে প্রধান অতিথি বাংলাদেশ জাতীয় সংসদের আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি ও ৪৭ নওগাঁ-২ সংসদ সদস্য শহিদুজ্জামান সরকার ফিতা কেটে ডিজিটাল উদ্বাবনী মেলার উদ্বোধন করেন। এসময় প্রধান অতিথি ও অন্যান্যবৃন্দ মেলায় প্রদর্শনীর স্টলগুলো পরিদর্শন করেন।

আরো পড়ুন:
কেশবপুরে মাদ্রাসা শিক্ষার্থীদের মাঝে কম্বল বিতরণ

পরে ডিজিটাল উদ্বাবনী মেলা উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ রুমানা আফরোজ এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিধি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয় সংসদের আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি ও ৪৭ নওগাঁ-২ সংসদ সদস্য আলহাজ্ব শহিদুজ্জামান সরকার। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল গাফ্ফার।

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন নজিপুর পৌরসভার মেয়র রেজাউল কবির চৌধুরী বাবু, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান খাদিজাতুল কোবরা মুক্তা, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আজিজুল কবির, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ খালিদ সাইফুল্লাহ, উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডাঃ মনিরুজ্জামান, উপজেলা কৃষি কর্মকর্তা প্রকাশ চন্দ্র সরকার, উপজেলা শিক্ষা অফিসার মোকলেছুর রহমান, মৎস কর্মকর্তা আবু সাঈদ, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মনোরঞ্জন পাল, উপজেলা নির্বাচন অফিসার জাহিদুর রহমান, একাডেশকি সুপার ভাইজার মোরেশেদুল আলম, পল্লী উন্নয়ন কর্মকর্তা পোল্লাদ কুমার কুন্ডু, জাতীয় মহিলা সংস্থা পত্নীতলার আমিনুল হক, আবু হেনা মোস্তফা কামাল অন্যান্য কর্মকর্তা, রাজনৈতিক ব্যক্তিবর্গ, সুধীজন প্রমুখ।

ডিসেম্বর ১৪.২০২১ at ১৭:৪৬:০০ (GMT+06)
দেশদর্পণ/আক/এসএমডি/এসআর