ক্ষেতলালে বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষে র‍্যালী, ও আলোচনাসভা অনুষ্ঠিত

আগামীতে নিজেকে সুরক্ষায় ডায়াবেটিসকে জানুন, এই প্রতিপাদ্যকে সামনে রেখে জয়পুরহাটের ক্ষেতলালে বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষে র‍্যালী, আলোচনাসভা ও ফ্রি ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। ক্ষেতলাল ডায়াবেটিক সমিতির আয়োজনে দিবসটি উদযাপন উপলক্ষে সকাল ৯ টায় ডায়াবেটিক সমিতির কার্যালয় থেকে একটি র‍্যালী পৌর সদরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে সমিতি ভবন চত্বরে এসে আলোচনা সভায় মিলিত হয়।

আরো পড়ুন:
বিশ্বের দূষিত শহরের তালিকায় শীর্ষ তিনে ঢাকা

আলোচনা সভায় বক্তব্য রাখেন ক্ষেতলাল উপজেলা নির্বাহী কর্মকর্তা ইশতিয়াক আহমেদ, পৌর মেয়র সিরাজুল ইসলাম, ক্ষেতলাল থানার ইন্সপেক্টর (তদন্ত) মাকছুদুর রহমান, ক্ষেতলাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জুনিয়র কনসালট্যান্ট (গাইনি এন্ড অবস্) ডা. মোর্শেদা খাতুন, ক্ষেতলাল ডায়াবেটিক সমিতিরি ডা. নুর আলম সিদ্দিক, উপজেলা আওয়ামী লীগ এর সহ-সভাপতি মোফাজ্জল হোসেন।

এসময় উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগ এর সহ-সভাপতি জি.এম মহিউদ্দিন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা নাজমুল খাঁ, শিক্ষক নাজমা বেগম নাজু, সাংবাদিক- শামীম কাদির, মিজানুর রহমান মিজান, আজিজার রহমার, আখতারুজ্জামান তালুকদার, শাহিনুর ইসলাম (শাহিন) প্রমুখ। ক্ষেতলাল ডায়াবেটিক সমিতির সমন্বয়কারী আজিজুল হক জানান, ডায়াবেটিস দিবস উপলক্ষে বিনামূল্যে দুই শতাধিক সাধারণ মানুষের ডায়বেটিস পরীক্ষা করা হয়, তাদের মধ্যে ২৮ জনের শরীরে ডায়াবেটিস সনাক্ত হয়েছে।

ডিসেম্বর ১৪.২০২১ at ১৫:৩২:০০ (GMT+06)
দেশদর্পণ/আক/এসএমডি/এসআর