সাভারে সড়কের পাশে মরদেহ উদ্ধার

সাভারে সড়কের পাশে পড়ে থাকা শ্রী বিশ্বনাথ চন্দ্র দাশ (৫১) নামের এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।রবিবার (১৪ নভেম্বর) রাত পৌনে ১০ টার দিকে বিষয়টি নিশ্চিত করেছেন সাভার মডেল থানার পুলিশ। এর আগে রবিবার সকাল সাড়ে ৯ টার দিকে সাভারের শিমুলতলা এলাকার তিতাস গ্যাস অ্যান্ড ট্রান্সমিশন কোম্পানি লিমিটেডের সাভার জোনের সামনে থেকে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নেয় স্থানীয়রা।

পুলিশ সূত্রে জানা যায় , সকালে সাভারের ওই এলাকার মহাসড়কের পাশে শ্রী বিশ্বনাথ চন্দ্র দাশকে পড়ে থাকতে দেখে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান স্থানীয়রা। হাসপাতালে নেওয়ার পর পৌনে ১০ টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তখন নিহতের কোন নাম বা পরিচয় শনাক্ত করা যায় নি। তাই প্রাথমিক সুরতহাল শেষে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেটশনকে (পিবিআই) কে খবর দেওয়া হয়।

ঢাকা জেলা পিবিআইয়ের উপপরিদর্শক সাহেল ইমরান রবিবার রাত ১০ টার সময় নিহতের পরিচয় শনাক্ত করেন। তাদের প্রাথমিক ধারনা এটা একটা পরিকল্পিত হত্যাকান্ড হতে পারে। তবে তিনি কিভাবে ওই এলাকায় আসলেন তা এখনও জানা যায় নি। সাভার মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুর রহিম রাজু বলেন, নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে। একই সাথে নিহতের পরিবারকে খবর দেওয়া হয়েছে।

নিহতের শরীরে কোন আঘাতের চিহ্ন পাওয়া যায় নি। তাই মৃত্যুর কারন সম্পর্কে কিছু বলা যাচ্ছে না ।ময়নাতদন্তের রিপোর্ট হাতে পাওয়া গেলে মৃত্যু কিভাবে হয়েছে তা নিশ্চিত হওয়া যাবে। নিহতের পরিবারের অভিযোগের ভিত্তিতে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

ডিসেম্বর ১৪.২০২১ at ১১:৪৭:০০ (GMT+06)
দেশদর্পণ/আক/এসএমডি/এসআর