ঝিকরগাছায় জমি দখল নিয়ে মারামারি, গ্রেফতার এক

যশোরের ঝিকরগাছা উপজেলার নায়রা গ্রামে জমি দখল নিয়ে রক্তক্ষয়ী মারামারি মামলায় রবিবার বিকালে কাশেম গাজী (৬০) নামের একজনকে আটক করেছে পুলিশ। তিনি নায়রা গ্রামের মৃত রমজান গাজীর ছেলে। এই মামলায় অন্য আসামী কাশেম গাজীর ছেলে লাল্টু (৩২), বাবলু (৩৫), মুজিবর রহমানের ছেলে জনি (২৪), আদেক আলীর ছেলে বিপ্লব (২২), এবং সাখা মোড়লের ছেলে শাহীনুর (৩৭) কে এখনো আটক করতে পারেনি পুলিশ।

আরো পড়ুন:
আমি দুর্নীতি করব না, অন্যকেও করতে দেবো না, ইবি উপ-উপাচার্য।

মামলাসূত্রে জানা যায়, গত বুধবার জমিজমা দখল সংক্রান্ত ঘটনায় বিবাদীদের দায়ের আঘাতে হাসপাতালে ভর্তি হন দুরুদ আলী (৬০)। তার মাথায় ১৪টি সেলাই লাগে। বর্তমানে তিনি ঝিকরগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন আছেন। এই ঘটনায় ছয়জনের নাম উল্লেখ করে থানায় লিখিত অভিযোগ করেন ভুক্তভুগীর ছেলে তরিকুল ইসলাম (৩০)।

ঝিকরগাছা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমন ভক্ত জানান, মামলার আসামী কাশেম গাজীকে গ্রেফতার করা হয়েছে। তাকে আগামীকাল (সোমবার) আদালতে পাঠানো হবে। অন্য আসামীদের গ্রেফতার করতে অভিযান অব্যাহত আছে।

নভেম্বর ১৩,২০২২ at ১৯:২২:০০ (GMT+06)
দেশদর্পণ/আক/দেপ/এসআর