পাইকগাছায় ১২হাজার ৮৯৫জন নতুন ভোটার বেড়েছে

পাইকগাছায় নতুন ভোটার তালিকা হালনাগাদের কাজ সম্পন্ন হয়েছে। এতে নতুন ভোটার বেড়েছে ১২ হাজার ৮৯৫ জন। এ নিয়ে অত্র উপজেলায় ভোটার সংখ্যা দাড়িয়েছে ২লাখ ৩৮হাজার ৯০৮জন। গত ২৫/০৯/২০২২ থেকে ০৭/১১/২০২২ পর্যন্ত ভোটার তালিকা হালনাগাদের কাজ করা হয়। এতে যাদের জন্ম তারিখ: ০১/০১/২০০৭ তাদেরকে নিবন্ধন করা হয়। উপজেলা নিবার্চন অফিসার কামালউদ্দীন আহম্মেদ বলেন, হালনাগাদে নতুন ভোটার বেড়েছে ১২ হাজার ৮৯৫ জন।

আরো পড়ুন:
পাইকগাছায় বাড়ছে অপরাধের প্রবণতা; মাদকাসক্ত ৩জনকে জেল-জরিমানা

যার মধ্যে পুরুষ ৬হাজার ৬৬১জন ও নারী ৬হাজার ২৩৪জন। হালনাগাদ সহ অত্র উপজেলায় মোট ভোটার দাড়িয়েছে ২ লাখ ৩৮ হাজার ৯০৮জন। যার মধ্যে পুরুষ ১লাখ ২০হাজার ৮৯৫ জন ও নারী ১লাখ ১৮ হাজার ১৩ জন। উপজেলা নিবার্চন অফিসার জানান নতুন ভোটারদের মধ্যে যাদের জন্ম তারিখ ০১/০১ /২০০৫ তারা সবাই আগামী নিবার্চনে ভোট দিতে পারবে। এছাড়া বাকিরা সবাই আইডি কার্ড পাবে। উপজেলা নিবার্হী অফিসার মমতাজ বেগম জানান, অফিসিয়াল আবেদনের মাধ্যমে যেকোন সময় ভোটার হওয়ার সুযোগ রয়েছ। হালনাগাদ তালিকায় যদি কেউ বাদ যেয়ে থাকে তারা অফিসিয়াল আবেদনের মাধ্যমে ভোটার হতে পারবেন।

নভেম্বর ১৩,২০২২ at ১৯:০৫:০০ (GMT+06)
দেশদর্পণ/আক/দেপ/এসআর