শিক্ষার উন্নয়নে ব্যাপক ভূমিকা রাখছে বর্তমান সরকার – এমপি প্রিন্স

পাবনা সদর উপজেলা ভাঁড়ারায় সালেহা রহিম দাখিল মাদ্রাসার নব নির্মিত ভোকেশনাল ভবনের উদ্বোধন করা হয়েছে। রবিবার (১৩ নভেম্বর) দুপুরে ভবনের উদ্বোধন করেন জেলা আ.লীগের সাধারণ সম্পাদক ও সদর আসনের সংসদ সদস্য গোলাম ফারুক প্রিন্স।

উদ্বোধন শেষে আলোচনা সভায় বক্তব্যে এমপি প্রিন্স বলেন,আওয়ামী লীগ সরকার শিক্ষা বান্ধব। শিক্ষার মান উন্নয়নে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার কাজ করে যাচ্ছে। তিনি আরো বলেন, ‘বর্তমান সরকার প্রাথমিক থেকে মাধ্যমিক শ্রেণি পর্যন্ত বিনা মূল্যে পাঠ্যপুস্তক বিতরণ করছে। প্রাথমিক থেকে স্নাতক পর্যন্ত শিক্ষার্থীদের উপবৃত্তি প্রদান, শিক্ষা ক্ষেত্রে তথ্য প্রযুক্তির ব্যবহার নিশ্চিতকরণসহ শিক্ষার উন্নয়নে সরকার ব্যাপক ভূমিকা রাখছে।’ তিনি বলেন, ‘বর্তমান সরকার তথ্য প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে ডিজিটাল বাংলাদেশ হিসেবে দেশকে প্রতিষ্ঠা করতে সক্ষম হয়েছে।

আরো পড়ুন:
বাগেরহাটে তানু হত্যাকাণ্ডের, মূল অভিযুক্তসহ গ্রেপ্তার ৯

এখন শিক্ষার্থীদের প্রকৃত শিক্ষায় শিক্ষিত হয়ে উন্নত জাতি গঠনে ভূমিকা রাখতে হবে।’ উদ্বোধন শেষে ভাঁড়ারা ইউপি চেয়ারম্যান সুলতান মাহামুদ খান’র সভাপতিত্বে আলোচনার অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সদর উপজেলা আ.লীগের সাংগঠনিক সম্পাদক শেখ রাসেল আলী মাসুদ,সদর উপজেলা আ.লীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য এডা. খন্দকার আব্দুর রহিম জাহিদ, পৌর আওয়ামী লীগ নেতা কামরুজ্জামান রকি, ভাঁড়ারা ১,২,৩ ওয়ার্ড ইউনিয়ন আ.লীগের সাংগঠনিক সাধারণ সম্পাদক দিয়নত আলী, ৪,৫,৬ ওয়ার্ড আ.লীগের সভাপতি সিফাত আলী বিশ্বার, ৭,৮,৯ ওয়ার্ড আ.লীগের সাধারণ সম্পাদক আজাহার আলী মন্ডল,ভাঁড়ারা উচ্চ বিদ্যালয়ে প্রধান শিক্ষা ওহাদুর ইসলাম, মাদ্রাসা সুপার দেলোয়ার হোসেনসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ।

নভেম্বর ১৩,২০২২ at ১৫:২৭:০০ (GMT+06)
দেশদর্পণ/আক/দেপ/এসআর