যশোর আইটি পার্কের ৭ম তলার হার্ড ভেঙ্গে, ৭৫ হাজার টাকা ও ডকুমেন্ট চুরি

যশোরের শেখ হাসিনা আইটি পার্কের ৭ম তলায় পার্টিশন ভেঙ্গে অ্যাবাকাস নামে একটি কম্পিউটার ট্রেনিং সেন্টারে চুরির ঘটনা ঘটেছে। শুক্রবার গভীর রাতে ঘটনাটি ঘটেছে। শনিবার (১২ নভেম্বর) প্রতিষ্ঠানটির প্রোগ্রাম ম্যানেজার জহির ইকবাল চুরির ঘটনায় যশোর কোতয়ালী থানায় একটা সাধারণ ডায়েরি দায়ের করেছেন।

আরো পড়ুন:
যশোরে মুক্তিযোদ্ধাদের সাথে জেলা প্রশাসকের মতবিনিময়

সাধারণ ডায়েরিতে জহির ইকবাল জানান, শুক্রবার গভীর রাতে অজ্ঞাতনামা চোর বা চোরেরা শেখ হাসিনা সফটওয়্যার টেকনোলজি পার্কের ৭মতলায় এ্যাবাকাস সফট বিডি লিমিটেড নামে ব্যবসা প্রতিষ্ঠানে অজ্ঞাতনামা চোর বা চোরেরা অফিসের পূর্ব পাশের হার্ড বোর্ডের দেয়াল ভেঙ্গে ভিতরে প্রবেশ করে ৭৫ হাজার টাকা ও একটি ডিএসএলআর ক্যামেরা চুরি করেছে।

চুরির বিষয়টি নিয়ে যশোর আইটি পার্কের ঠিকাদারি প্রতিষ্ঠান টেক সিটি লিমিটেডের ম্যানেজার মুসলিমউদ্দিন সিকদারের বলেন, আমি সপ্তম তলায় অ্যাবাকাসের অফিসে গিয়ে পরিদর্শন করেছি। হার্ডবোর্ড ভেঙ্গে ৭৫ হাজার টাকা, একটি ক্যামেরা ও বেশ কিছু ডকুমেন্ট চুরি করেছে। বিষয়টি নিয়ে থানায় জিডি করা হয়েছে। সিসি টিভির ফুটেজ দেখে তদন্ত করলে আশা করা যায় সব বের করা সম্ভব হবে।

নভেম্বর ১২,২০২২ at ১৯:৩৬:০০ (GMT+06)
দেশদর্পণ/আক/দেপ/এসআর