যশোরে মুক্তিযোদ্ধাদের সাথে জেলা প্রশাসকের মতবিনিময়

যশোরের মুক্তিযোদ্ধাদের সাথে মতবিনিময় করেছেন জেলা প্রশাসক তমিজুল ইসলাম খান। শনিবার (১২ নভেম্বর) সকালে জেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে তিনি মতবিনিময় সভা করেন। মতবিনিময় সভায় জেলা প্রশাসক সকল মুক্তিযোদ্ধাদের সুখ-দুঃখের কথা মনোযোগ সহকারে শোনেন। তাদের অভিযোগ অনুযায়ী অস্বচ্ছল মুক্তিযোদ্ধাদের বাড়ি নির্মাণের বিষয়টি আরো বেশি তদারকি করার আশ্বাস দেন।

আরো পড়ুন:
বর্তমান সরকার শিক্ষা খাতে বেশি গুরুত্ব দিয়েছে- এমপি প্রিন্স

কাজের মান খারাপ হলে কঠোর ব্যবস্থা নেয়ারও ঘোষণা দেন। মানসম্মত মালামাল না দিলে কাজ বন্ধ করে দেয়ার নির্দেশনাও দেন তিনি। মুক্তিযোদ্ধাদের জন্য জেলা প্রশাসনের দরজা সব সময় উন্মুক্ত থাকবে। তাদের সব অভিযোগ গুরুত্বের সাথে নিয়ে দ্রুত পদক্ষেপ নেয়া হবে।

মতবিনিময় সভায় বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক রফিকুল হাসান, মুজিব বাহিনীর উপ-পরিচালক বীর মুক্তিযোদ্ধা রবিউল আলম, সাবেক জেলা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মাজহারুল ইসলাম মন্টু, বীর মুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার আবুল হোসেন, বীর মুক্তিযোদ্ধা একে খয়রাত হোসেন, বীর মুক্তিযোদ্ধা একরাম-উদ-দৌল্লা, বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা, বীর মুক্তিযোদ্ধা আব্দুস সাত্তার, বীর মুক্তিযোদ্ধা কাজী আব্দুল খালেক, বীর মুক্তিযোদ্ধা আলা উদ্দিন, বীর মুক্তিযোদ্ধা বাবর আলী, বীর মুক্তিযোদ্ধা আব্দুর রশিদ, বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম ও বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা।

নভেম্বর ১২,২০২২ at ১৯:২৬:০০ (GMT+06)
দেশদর্পণ/আক/দেপ/এসআর