শত বছরের গাড়ি বাংলাদেশে,কয়েকটি জেলা ঘুরে বৃহস্পতিবার তারা আসেন যশোরে

ইউরোপের একদল পর্যটক শত বছরের পুরোনো বিভিন্ন নামিদামি ব্র্যান্ডের ১৮টি গাড়ি নিয়ে বাংলাদেশ ভ্রমণ করেছেন। এ দেশ ভ্রমণ শেষে তারা ভারতে গেছেন। শুক্রবার, ১১ নভেম্বর সকালে বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্ট দিয়ে তারা ভারতে প্রবেশ করেন। বেনাপোলের আন্তর্জাতিক চেকপোস্ট ইমিগ্রেশনের ওসি আবুল কালাম আজাদ এ তথ্য জানান।ইউরোপের ৪৩ জন পর্যটক বিভিন্ন নামিদামি মডেলের পুরোনো ১৬টি গাড়ির বহর নিয়ে ভারতের ডাউকি সীমান্ত দিয়ে সিলেটের তামাবিলে প্রবেশ করে। এরপর তারা পাবনা থেকে যশোরে পৌঁছান।

আরোম পড়ুন:
যশোরে জনসভা সফল করার লক্ষ্যে, চৌগাছার হাকিমপুরে প্রস্তুতি সভা অনুষ্ঠিত

বাংলাদেশ ভ্রমণ শেষে তারা বেনাপোল বন্দর দিয়ে আবার ভারতে যান। বেলজিয়াম, পর্তুগাল, ফিনল্যান্ড, জার্মানি, ফ্রান্স, দক্ষিণ আফ্রিকা, যুক্তরাজ্যসহ ৯ টি দেশের নাগরিক নিজেদের খরচে এই ভ্রমণে বের হয়েছেন। তাদের অনেক গাড়ি ৮০-১০০ বছরের পুরোনো।শুক্রবার সকালে যশোরের বেনাপোল চেকপোস্টে শত বছরের এসব গাড়ি রাস্তায় দাঁড়িয়ে থেকে দেখেন স্থানীয়রা।

বহরে প্রাচীন ভিনটেজ মডেলের ১৬টি গাড়ি ও দুটি ডাবল ইঞ্জিন বিএমডব্লিউ মোটরসাইকেল ছিল। এসব গাড়িতে আন্তর্জাতিক ইস্ট ইন্ডিয়া হিমালয় ভিনটেজ কার র‌্যালিতে অংশ নেওয়া দলটি এ বছর বাংলাদেশসহ তিনটি দেশ ভ্রমণ করবে।কয়েকটি জেলা ঘুরে বৃহস্পতিবার তারা যশোর আসেন।

নভেম্বর ১২, ২০২২ at ১৯:৪৬:০০(GMT+06)
দেশদর্পণ/আক/দেপ/ইমস