ভাঙ্গুড়ায় বিশ্ব নিউমোনিয়া দিবস পালিত

পাবনার ভাঙ্গুড়া উপজেলা স্বাস্থ্য বিভাগের আয়োজনে নানাবিদ কর্মসূচীর মধ্য দিয়ে বিশ্ব নিউমোনিয়া দিবস উদযাপিত হয়েছে। শনিবার ( ১২ নভেম্বর ) দুপুর ১২টার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সভাকক্ষে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোসাঃ হালিমা খানমের সভাপতিত্বে এবং আবাসিক মেডিকেল অফিসার মোঃ আল-আমিন হোসেন’র পরিচালনায় এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আরো পড়ুন:
বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষ্যে ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে, প্রেস কনফারেন্স

“নিউমোনিয়া বন্ধ করুন, প্রতিটি শ্বাস গণনা করুন ” দিবসের আলোকে উপস্থিত থেকে বক্তব্য দেন, ডাঃ শাহীন রেজা, ডাঃ শরিফুল ইসলাম, নাসিং সুপার ভাইজার শাহনাজ পারভীন প্রমূখ। উক্ত সভায় সূচনা বক্তব্যে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডাঃ আল-আমিন হোসেন বলেন, মাঠ পর্যায়ে নিউমোনিয়া প্রতিরোধে সবাইকে সচেতন হওয়ার জন্য দৃঢ় প্রত্যায় ব্যক্ত করা হয়।

আলোচনা সভার পূর্বে ভাঙ্গুড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত সকল চিকিৎসক, সেবিকা, স্বাস্থ্য পরিদর্শক ও স্বাস্থ্য সহকারি, এলাকার জনপ্রতিনিধি ও সুধীজনের অংশগ্রহণে বর্ণাঢ্য শোভা যাত্রা বের হয়। শোভাযাত্রাটি পৌর সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে আলোচনায় যোগ দেয়।

নভেম্বর ১২,২০২২ at ১৮:৫৩:০০ (GMT+06)
দেশদর্পণ/আক/দেপ/এসআর