ই-টিকিটিংয়ে বাস চালু রবিবার থেকে

রাজধানীর মিরপুর থেকে বিভিন্ন রুটে চলাচলকারী ৩০টি কোম্পানির বাস ই-টিকিটিংয়ের মাধ্যমে যাত্রী পরিবহন করবে। পর্যায়ক্রমে ঢাকা ও আশেপাশের এলাকাগুলোতে চলাচলরত গণপরিবহনকে এই টিকিটের আওতায় আনা হবে। রবিবার থেকেই ই-টিকিটিং পদ্ধতি শুরু হবে। শনিবার (১২ নভেম্বর) এক সংবাদ সম্মেলনে বিষয়টি অবহিত করেন ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির সাধারণ সম্পাদক খন্দকার এনায়েত উল্যাহ।

আরো পড়ুন:
ঢাকা-আশুলয়িা এলভিটেডে এক্সপ্রসেওয়ে উদ্বোধন

সংবাদ সম্মেলনে খন্দকার এনায়েত উল্যাহ বলেন, পরবর্তীতে ২০২৩ সালের ৩১ জানুয়ারি থেকে ঢাকা শহরে চলাচলকারী ৬০ কোম্পানির বাস এবং ২৮ ফেব্রুয়ারি থেকে ঢাকা ও ঢাকার শহরতলীর ৯৭ কোম্পানির বাস ই-টিকিটিংয়ের আওতায় আনা হবে।

তিনি বলেন, সব গণপরিবহন টিকিটের আওতায় আসলে ঢাকার নগর পরিবহনে শৃঙ্খলা ফিরে আসবে। নির্ধারিত অস্টপের ছাড়া যত্রতত্র গাড়ি থামিয়ে যাচ্ছে উঠানামা করবে না, এতে দুর্ঘটনাও ঘটবে না।

নভেম্বর ১২,২০২২ at ১৫:২৪:০০ (GMT+06)
দেশদর্পণ/আক/দেপ/এসআর