রোনালদো রেকর্ড গড়তে পারেন

২০০৬ সালে জার্মানিতে অনুষ্ঠিত বিশ্বকাপের ১৮তম আসরে প্রথমবার খেলেন রোনালদো। এরপর ২০১০ দক্ষিণ আফ্রিকা বিশ্বকাপ, ২০১৪ ব্রাজিল বিশ্বকাপ ও ২০১৮ সালে রাশিয়া বিশ্বকাপ খেলেছেন তিনি। খবর বিবিসি, ইএসপিএনের। চলতি বছরের ২০ নভেম্বর টুর্নামেন্টটি মাঠে গড়াবে। রোনালদোর রেকর্ডের কারণেই দ্য গ্রেটেস্ট শো অন আর্থের অপেক্ষায় অধীর হয়ে দিন গুনছেন ভক্তরা।

আরো পড়ুন:
সকাল থেকেই যুবলীগের দলে দলে মিছিল

ইতিহাসের একমাত্র ফুটবলার হিসেবে বিশ্বকাপে পাঁচটি আসরে গোল করে রেকর্ড গড়ার সুযোগ পাচ্ছেন ক্রিশ্চিয়ানো রোনালদো। এবারের কাতার বিশ্বকাপে সেটাই সবচেয়ে বড় আকর্ষণ। এটিই হবে তার পঞ্চম বিশ্বকাপ। একাধিক কারণে আগ্রহের কেন্দ্রবিন্দুতে রয়েছে কাতার বিশ্বকাপ। কেননা, এই বিশ্বকাপের পরেই অনেকের প্রিয় দলের জার্সিতে প্রিয় খেলোয়াড় হয়তো ক্যারিয়ার শেষ করে দেবেন। বয়সের কারণে বিশ্বকাপের পরপরই অবসরের ঘোষণা আসতে পারে কয়েকজন ফুটবলারের।

নভেম্বর ১১,২০২২ at ১৬:৪২:০০ (GMT+06)
দেশদর্পণ/আক/দেপ/ইমস