সকাল থেকেই যুবলীগের দলে দলে মিছিল

শুক্রবার (১১ নভেম্বর) বেলা আড়াইটায় এ মহাসমাবেশ শুরু হবে। মহাসমাবেশে যোগ দিতে আজ সকাল থেকেই যুবলীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা রাজধানীতে দলে দলে বিভক্ত হয়ে মিছিল বের করেছেন। আওয়ামী যুবলীগের সুবর্ণজয়ন্তী উদযাপন উপলক্ষে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে মহাসমাবেশের আয়োজন করেছে সংগঠনটি। মহাসমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আরো পড়ুন:
ভাগাভাগি হয়ে যেতে পারে টি-টোয়েন্টি বিশ্বকাপ!

যুবলীগের নেতাকর্মীরা কারওয়ান বাজার এলাকায় জড়ো হয়েছেন। ‘জয় বাংলা’, ‘জয় বঙ্গবন্ধু’ বলে স্লোগান দিচ্ছেন তারা। সেই সঙ্গে বাদ্যযন্ত্র বাজিয়ে সোহরাওয়ার্দী উদ্যানের দিকে যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন। পিকআপে চড়ে মিছিল বের করেছেন তারা। যুব মহাসমাবেশকে সফল করতে মোট ১০টি উপকমিটি করার কথা জানানো হয়েছে। সোহরাওয়ার্দী উদ্যানের মহাসমাবেশস্থলে প্রবেশের জন্য নির্মাণ করা হয়েছে পাঁচটি গেট।

নভেম্বর ১১,২০২২ at ১৬:১৩:০০ (GMT+06)
দেশদর্পণ/আক/দেপ/ইমস