বিশ্বকাপে এবার নতুন মুখের ছড়াছড়ি

কাতারে পর্দা উঠছে বিশ্বকাপ ফুটবলের ২২তম আসরের। বিশ্বকাপের আগে অংশগ্রহণকারী দল এবং খেলোয়াড়রা এরই মধ্যে নিজেদের শেষ মুহূর্তের প্রস্তুতি আর পর্যবেক্ষণে ব্যস্ত সময় পার করছেন। দলগুলো একে একে ঘোষণা করছে বিশ্বকাপের স্কোয়াড। এবারের বিশ্বকাপে অনেকগুলো নতুন মুখ দেখবে ফুটবল বিশ্ব। বিশ্বকাপে প্রথমবারের মতো খেলবে ক্রোয়েশিয়ার ১৮ জন খেলোয়াড়। এছাড়া যুক্তরাষ্ট্রের ২৬ সদস্যের দলে ২৫ জনই এবার প্রথম বিশ্বমঞ্চে প্রতিনিধিত্ব করবে।

আরো পড়ুন:
দুই ট্রাকের সংঘর্ষে ঝিনাইদহে নিহত ১

গত বিশ্বকাপের ফাইনালিস্ট ক্রোয়েশিয়া এবার আরেক ধাপ এগিয়ে চূড়ান্ত সাফল্য পাওয়ার স্বপ্ন দেখছে। সেই লক্ষ্যে কাতার বিশ্বকাপের জন্য তরুণ আর অভিজ্ঞদের নিয়ে ২৬ সদস্যের দল ঘোষণা করেছেন ক্রোয়েশিয়ানরা। বিশ্বকাপ বাছাইয়ে বিশ্বের সর্বকনিষ্ঠ দল ছিল যুক্তরাষ্ট্র। দল ঘোষণার সময় জানা যায়, এবারের বিশ্বকাপে দ্বিতীয় সর্বকনিষ্ঠ দল হিসেবে অংশ নিতে যাচ্ছে তারা। আমেরিকান স্কোয়াডের গড় বয়স ২৫.৪৮।

আট বছরে প্রথমবার বিশ্বকাপ খেলতে যাচ্ছে যুক্তরাষ্ট্র। ২১ নভেম্বর তাদের প্রথম ম্যাচ ওয়েলসের বিপক্ষে। ‘বি’ গ্রুপে অন্য দুই প্রতিপক্ষ ইংল্যান্ড ও ইরান। বিশ্বসেরার মুকুট ধরে রাখার অভিযানে নামার আগে চোট ভোগাচ্ছে ফ্রান্সকে। আগেই ছিটকে গেছেন গুরুত্বপূর্ণ কয়েকজন।

২০২১ সালে ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপে ব্যর্থ মিশনের পর ৯ মাস দলের বাইরে থাকা অভিজ্ঞ স্ট্রাইকার অলিভিয়ে জিরুদের ওপর আস্থা রেখেছেন কোচ। ফ্রান্সের ইতিহাসে সর্বোচ্চ গোলদাতা থিয়েরি অঁরির ৫১ গোলের রেকর্ড ছোঁয়া থেকে দুই গোল কম নিয়ে দুইয়ে আছেন জিরুদ। ২০১৮ বিশ্বকাপ জয়ের মিশনে গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন তারা।

নভেম্বর ১১,২০২২ at ১১:৫৭:০০ (GMT+06)
দেশদর্পণ/আক/দেপ/ইমস