পাইকগাছায় নিরাপদ পানি সংরক্ষণ ও ব্যবস্থাপনা বিষয়ে দু’দিনের প্রশিক্ষনের উদ্বোধন

পাইকগাছায় নিরাপদ পানি সরবরাহের লক্ষ্যে উৎস এর পরিছন্নতা সংরক্ষণ এবং সঠিক ব্যবস্থাপনা বিষয়ক দু’দিনের প্রশিক্ষন শুরু হয়েছে। ১০ নভেম্বর বূহস্পতিবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে এ প্রশিক্ষন কর্মসূচির শুভ উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান আনোয়ার ইকবাল মন্টু। উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শিয়াবুদ্দীন ফিরোজ বুলু’র সভাপতিত্বে অনুষ্ঠানে উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী অফিসার মমতাজ বেগম।

আরো পড়ুন:
পাইকগাছায় মধুমতি পার্ক সংরক্ষণ কমিটির মানববন্ধন

প্রশিক্ষক ছিলেন উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের প্রকৌশলী মো. আমিনুল ইসলাম ও জাইকা প্রতিনিধি হাফিজুর রহমান। সার্বিক তত্ববধানে ছিলেন উপজেলা পরিষদের সিএ কৃষ্ণপদ মন্ডল। উপজেলা পরিষদ এর আয়োজনে ও উপজেলা পরিষদ ও উন্নয়ন প্রকল্প স্থানীয় সরকার বিভাগ ও জাইকা’র সহয়তায় বিভিন্ন ইউনিয়ন ও পৌরসভার ৬০ জন নারী-পুরুষ প্রশিক্ষনে অংশ গ্রহন করেন। এ কর্মসূচি বাস্তবায়ন করছেন উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল বিষয়ক কমিটি।

নভেম্বর ১০,২০২২ at ১৯:০৩:০০ (GMT+06)
দেশদর্পণ/আক/দেপ/ইমস