পাবনায় স্বাভাবিক প্রসব সেবা জোরদারকরণ বিষয়ক অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত

পাবনায় “ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে সার্বক্ষণিক স্বাভাবিক প্রসব সেবা জোরদারকরণ বিষয়ক অবহিতকরণ কর্মশালা” অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার সকালে জেলা পরিষদের রশিদ হলে অনুষ্ঠিত কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সদর আসনের সংসদ সদস্য গোলাম ফারুক প্রিন্স ।

আরো পড়ুন:
নাইক্ষ্যংছড়িতে মাদরাসা দপ্তরীকে হত্যার দায়ে ৬ষ্ট ও ৮ম শ্রেণির দুই শিক্ষার্থী আটক

এ সময় আরো উপস্থিত ছিলেন স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যান বিভাগ এর অতিরিক্ত সচিবয়মো. শাহ আলম, জেলা প্রশাসক বিশ্বাস রাসেল হোসেন, সিভিল সার্জন ডাক্তার মনিসর চৌধুরী, পরিবার পরিকল্পনা অধিদপ্তরের এমসিএইচ এবং প্রোগ্রাম ম্যানেজার (মাতৃ স্বাস্থ্য) এমসিএইচ সার্ভিসেস ইউনিটের উপ পরিচালক ডা. মো. জাহাঙ্গীর আলম প্রধান, পাবনা প্রেসক্লাবের সভাপতি এবিএম ফজলুর রহমান, সাবেক সাধারণ সম্পাদক আঁখিনুর ইসলাম রেমন, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান শামসুন্নাহার রেখা সহ আরো অনেকে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পরিবার পরিকল্পনা, পাবনার উপ-পরিচালক এরশাদ আহমেদ নোমানী।

নভেম্বর ১০,২০২২ at ১৬:৩৬:০০ (GMT+06)
দেশদর্পণ/আক/দেপ/ইমস