গাবতলীতে দিনব্যাপী ডিজিটাল উদ্ভাবনী মেলা অনুষ্ঠিত

বগুড়ার গাবতলী উপজেলা প্রশাসন আয়োজনে গতকাল বুধবার দিনব্যাপী ডিজিটাল উদ্ভাবনী মেলা উদযাপন উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান আমিনুল ইসলাম মুক্তা। ছবি-প্রতিনিধি, ০৯.১১.২২

বগুড়ার গাবতলী উপজেলা প্রশাসন আয়োজনে দিনব্যাপী ডিজিটাল উদ্ভাবনী মেলা উদযাপন উপলক্ষে র‌্যালী, আলোচনা সভা, সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার উপজেলা পরিষদ চত্তরে ইউএনও মোছা. রওনক জাহানের সভাপতিত্বে এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান আমিনুল ইসলাম মুক্তা।

আরো পড়ুন:
নিউজিল্যান্ডের হারিয়ে ফাইনালে পাকিস্তান

আরও বক্তব্য রাখেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রেকসেনা আক্তার, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাহমুদুল হাসান, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা.শারমীনা পারভীন, উপজেলা কৃষি কর্মকর্তা মেহেদী হাসান, পিআইও রাশেদ ইসলাম, মাধ্যমিক কর্মকর্তা জাকির হোসেন, সমাজসেবা কর্মকর্তা আব্দুল হান্নান সরকার, উপজেলা মৎস কর্মকর্তা আরিফ আহম্মেদ, যুবউন্নয়ন কর্মকর্তা শহিদুল ইসলাম, পরিসংখ্যান কর্মকর্তা জান্নাতুল মাওয়া, পল্লী উন্নয়ন কর্মকর্তা জাহিদুল ইসলাম, সোনালী ব্যাংক ম্যানেজার রওশন আলী প্রমুখ।

ডিজিটাল উদ্ভাবনী মেলায় সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকান্ড তুলে ধরেন মেলায় অংশ নেয়া সরকারী বিভিন্ন দপ্তর। পরে বিকেল ৪টায় ডিজিটাল উদ্ভাবনী মেলার সমাপনী অনুষ্ঠানে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা বুলবুল আহম্মেদ।

নভেম্বর ০৯,২০২২ at ১৮:৫৭:০০ (GMT+06)
দেশদর্পণ/আক/দেপ/ইমস