মদনে ডিজিটাল উদ্ভাবনী মেলা ২০২২ উপলক্ষে ইউএনও’র প্রেস ব্রিফিং

নেত্রকোনার মদনে ডিজিটাল উদ্ভাবনী মেলা ২০২২ উপলক্ষে সাংবাদিকদের সাথে প্রেস ব্রিফিং করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা তানজিনা শাহরীন। বুধবার (৯ নভেম্বর) দুপুরে ১টায় উপজেলা সভা কক্ষে এই প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়। ব্রিফিংয়ে তিনি মেলার আয়োজন ও প্রস্তুতির বিস্তারিত তুলে ধরেন। তিনি জানান, আগামীকাল বৃহস্পতিবার (১০ নভেম্বর) “উদ্ভাবনী জয়োল্লাসে স্মার্ট বাংলাদেশ” এ প্রতিপাদ্যকে সামনে রেখে উপজেলা পরিষদ প্রাঙ্গনে দিনব্যাপী এই মেলা অনুষ্ঠিত হবে।

আরো পড়ুন:
তামাকমুক্ত বাংলাদশে র্অজনে আইন শক্তশিালীকরণ জরুরি প্রজ্ঞা

এ মেলায় ৪টি ক্যাটাগরির প্যাভিলিয়ন থাকবে। এর মধ্যে প্যাভিলিয়ন-১ (উদ্যোগ এবং স্টার্টআপ), প্যাভিলিয়ন-২ (ডিজিটাল সেবা), প্যাভিলিয়ন-৩ (হাতের মুঠোয় সেবা), প্যাভিলিয়ন-৪ (শিক্ষা, দক্ষতা উন্নয়ন ও কর্মসংস্থান) এর অন্তর্ভুক্ত অফিস/ প্রতিষ্ঠানসমূহ অংশগ্রহণ করবে। মেলা শেষে সেরাদের পুরষ্কৃত করা হবে।

প্রেস ব্রিফিং অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, মদন প্রেসক্লাব সভাপতি আল মাহবোব আলম, সহ-সভাপতি মোতাহার আলম চৌধুরী, সাধারণ সম্পাদক পরিতোষ দাস, সাংবাদিক শামছুল আলম ভুইয়া, নুরুল হক রনু, তোফাজ্জল হোসেন, আল আমিন, কামাল হোসেন মন্ডল, ফয়েজ আহম্মদ হৃদয়, আব্দুল আওয়াল প্রমুখ।

নভেম্বর ০৯,২০২২ at ১৪:৩০:০০ (GMT+06)
দেশদর্পণ/আক/দেপ/সর