র‌্যাব-৬ এর অভিযানে মানব পাচার চক্রের মূলহোতাসহ ০২ জন গ্রেফতার

গত ০৭ নভেম্বর ২০২২ তারিখ র‌্যাব-৬, ঝিনাইদহ ক্যাম্পের একটি আভিযানিক দল গোপন তথ্যের মাধ্যমে জানতে পারে যে, একটি মানব পাচার চক্র অবৈধভাবে দেশের দরিদ্র, বেকার ও হতাশাগ্রস্থ নারী পুরুষ ও শিশুদের পাচার করে আসছে। উক্ত চক্রটি পাচারের জন্য কয়েকজন ভিকটিম নিয়ে যশোর জেলার ঝিকরগাছা থানা এলাকায় সুযোগের অপেক্ষা করছে।

আরো পড়ুন :
মানববন্ধন চলছে, জিয়াউর রহমানের কবর অপসারণে

প্রাপ্ত সংবাদের ভিত্তিতে আইনগত ব্যবস্থা গ্রহণের উদ্দেশ্যে আভিযানিক দলটি একই তারিখ রাত ২২.০০ ঘটিকার সময় যশোর জেলার ঝিকরগাছা থানাধীন কলাগাছী এলাকায় অভিযান পরিচালনা করে মানব পাচার চক্রের মূলহোতা আসামী ১। মোঃ সবুজ হোসেন(২৯), ও তার সহযোগী ২। মোঃ জহিরুল ইসলাম(৪০), উভয় থানা-ঝিকরগাছা, জেলা-যশোরদ্বয়কে গ্রেফতার করে।

তখন তাদের নিকট অবরুদ্ধ থাকা নারী, শিশু ও পুরুষসহ ০৭ জন ভিকটিমকে উদ্ধার করে। পরবর্তীতে র‌্যাবের সহায়তায় ভিকটিম সোহাগ সমাদ্দার শাওন বাদী হয়ে যশোর জেলার ঝিকরগাছা থানায় একটি মামলা দায়ের করেন। গ্রেফতারকৃত আসামীদ্বয়কে যশোর জেলার ঝিকরগাছা থানায় হস্তান্তর করতঃ তাদের বিরুদ্ধে মামলা রুজু করা হয়েছে।

নভেম্বর ০৮,২০২২ at ১৮:২৮:০০ (GMT+06)
দেশদর্পণ/আক/দেপ/সর