কাজিপুরে ডিজিটাল উদ্ভাবনী মেলা উপলক্ষে মত বিনিময় সভা

সিরাজগঞ্জের কাজিপুরে ডিজিটাল উদ্ভাবনী মেলা উপলক্ষ্যে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৮ নভেম্বর ) বিকালে উপজেলা পরিষদ সভাকক্ষে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান বক্তা হিসেবে বিষয়বস্তু উপস্থাপন করেন কাজিপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা সুখময় সরকার। এসময় তিনি সাংবাদিকদের সহযোগিতা চেয়ে বলেন, বর্তমান ডিজিটাল উদ্ভাবনী বিষয় আপনাদের লেখনীর মাধ্যমে মানুষের দোরগোড়ায় পৌঁছে যাবে। দিনব্যাপী আয়োজিত মেলা উপলক্ষে ৯ নভেম্বর সকাল নয়টায় আনন্দ রালি শেষে উদ্বোধনী অনুষ্ঠান, স্টল পরিদর্শন, কুইজ প্রতিযোগিতা এবং বিকাল ৫ টায় সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান।

আরো পড়ুন:
সিলেটে হঠাৎ আইনজীবীর মৃত্যু

এসময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কাজী মোহাম্মদ অনিক ইসলাম, সমাজসেবা কর্মকর্তা মোঃ আলাউদ্দিন,কৃষি কর্মকর্তা রেজাউল করিম, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা কর্মকর্তা শামীম আরা, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা হাবিবুর রহমান, শুভগাছা ইউপি চেয়ারম্যান গিয়াস উদ্দিন, কাজিপুর উপজেলা প্রেসক্লাবের আহ্বায়ক আব্দুস সোবহান চাঁন, সদস্য সচিব আব্দুর রহিম, সাংবাদিক আল মাহমুদ সরকার জুয়েল, গোলাম কিবরিয়া খান, টি এম কামাল, রুবেল আহম্মেদ, নূর মোহাম্মদ, ফরিদুল ইসলাম, আবু তৈয়ব সুজয় প্রমুখ।

নভেম্বর ০৮,২০২২ at ১৭:২৭:০০ (GMT+06)
দেশদর্পণ/আক/দেপ/সর