খালেদার পক্ষে চার্জশুনানি দিলো নাইকো মামলায়

কানাডীয় প্রতিষ্ঠান নাইকোর সঙ্গে অস্বচ্ছ চুক্তির মাধ্যমে রাষ্ট্রের কয়েক হাজার কোটি টাকার আর্থিক ক্ষতিসাধন ও দুর্নীতির অভিযোগে আলোচিত মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার পক্ষে চার্জশুনানি করেছেন তার আইনজীবী।

আরো পড়ুন:
গ্রাহক সচেতনতায় মতলব উত্তরে পল্লী বিদ্যুৎ সমিতির গণশুনানি

মঙ্গলবার (৮ নভেম্বর) কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারের ২ নম্বর ভবনে স্থাপিত ঢাকার বিশেষ জজ আদালত-৯ এর বিচারক শেখ হাফিজুর রহমানের আদালতে খালেদা জিয়ার পক্ষে সাবেক এটর্নী জেনারেল এ জে মোহাম্মদ আলী চার্জশুনানি করেন। অবশিষ্ট চার্জশুনানির তারিখ আগামী ১৩ ডিসেম্বর ধার্য করেছেন আদালত।এছাড়া এদিন খালেদা জিয়া অসুস্থ থাকায় আদালতে হাজির হতে পারেননি।

তারপক্ষে আইনজীবী সৈয়দ জয়নুল আবেদীন মেজবাহ হাজিরা দেন। মামলা সূত্রে জানা গেছে, ২০০৭ সালের ৯ ডিসেম্বর দুর্নীতি দমন কমিশনের (দুদক) সহকারী পরিচালক মুহাম্মদ মাহবুবুল আলম তেজগাঁও থানায় খালেদা জিয়াসহ পাঁচজনের বিরুদ্ধে এ দুর্নীতির মামলাটি দায়ের করেন। এরপর ২০১৮ সালের ৫ মে খালেদা জিয়াসহ ১১ জনের বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করা হয়।

নভেম্বর ০৮,২০২২ at ১৬:৪০:০০ (GMT+06)
দেশদর্পণ/আক/দেপ/সর