ভারতে প্রবেশের সময় বেনাপোল ইমিগ্রেশনের ভারতীয় নাগরিকের মৃত্যু

ভারতে প্রবেশের সময় বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশনের হৃদরোগে আক্রান্ত হয়ে বিল্পবী দাস (৫১) নামে এক ভারতীয় নারীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৮ নভেম্বর) বেলা ১০ টার সময় বেনাপোল ইমিগ্রেশনে এ ঘটনা ঘটেছে। মৃত ভারতীয় নারী হলেন, নদীয়া জেলার ফুলবাগান এলাকার রবিতোষ দাসের স্ত্রী।

আরো পড়ুন:
বুয়েটের ছাত্র ফারদিনকে হত্যা করা হয়েছে

মৃত বিল্পবী দাসের ভাইপো সন্তা চন্দ্র দে জানান, তার ফুফু বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশনের মধ্যে লাইনে দাড়িয়ে ছিল। হঠাৎ করে মাটিতে পড়ে যায়। এসময় ইমিগ্রেশনের ডাক্তারা তাকে প্রথমিক চিকিৎসা দিয়ে শার্শা উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে পাঠায় এবং সেখানে নিয়ে গেলে কর্তবরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

শার্শ উপজেলা স্বাস্থ্য কেন্দ্রের কর্তব্যরত চিকিৎসক সিদ্দিকুর রহমান জানান, বেনাপোল থেকে এক ভারতীয় পাসপোর্ট যাত্রীকে তাদের কাছে আনা হয়। এসময় তার পরীক্ষা করে দেখা যায় সে হৃদরোগে আক্রান্ত হয়ে তার মৃত্যু হয়েছে।

নভেম্বর ০৮,২০২২ at ১৫:৪২:০০ (GMT+06)
দেশদর্পণ/আক/দেপ/সর