বিশ্বের সবচেয়ে ছোট টিভি, যার ডিসপ্লে মাত্র ১ ইঞ্চি

যেখানে বিশ্বের অন্যান্য কোম্পানিগুলো বড় স্ক্রিনের টেলিভিশন বানাতে ব্যস্ত। এমনকি স্মার্টফোন থেকে শুরু করে ট্যাব ও অন্যান্য ডিভাইসে বড় স্ক্রিন দিতে ব্যস্ত কোম্পানিগুলো। সেখানে টাইনিসারকিটস মাত্র ১ ইঞ্চি ডিসপ্লের টিভি তৈরি করেছে।

আরো পড়ুন:
নিলুফা বাবার মরেদেহ রেখে পরীক্ষায় বসলেন

টাইনিসারকিটস কোম্পানি একসঙ্গে দুটি টাইনিটিভি বা ছোট টিভি তৈরি করেছে। যার একটির স্ক্রিন ০.৬ ইঞ্চি বা ১৫মিমি এবং অন্যটি মাত্র ১.০ ইঞ্চি। টিভিগুলো তাদের রেট্রো লুকে মুগ্ধ করেছে বিশ্বকে। কম্পিউটারের সঙ্গে একটি ইউএসবি সি টাইপ ক্যাবল সংযুক্ত করে এই টিভিগুলো চালাতে হবে।

এক চার্জে এক ঘণ্টা চলবে টিভিগুলো। উভয় টিভিতে একটি ৮জিবি মাইক্রোএসডি কার্ড ইনস্টল করা হয়েছে। যা ১০ থেকে ৪০ ঘণ্টা ভিডিও ফুটেজ সরবরাহ করতে পারবে। এই টিভিগুলোর দাম থাকছে মাত্র ৪৯ মার্কিন ডলার, যা বাংলাদেশি মুদ্রায় ৪ হাজার ৯৭৩ টাকা।

নভেম্বর ০৮,২০২২ at ১৫:৫৭:০০ (GMT+06)
দেশদর্পণ/আক/দেপ/সর