সারাদেশে একসঙ্গে ১০০ সেতু উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

বাংলাদেশে একসঙ্গে ১০০ সেতুর উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সোমবার সকাল ১১টার দিকে গণভবন থেকে প্রধানমন্ত্রী ভার্চুয়ালি এসব সেতুর উদ্বোধন ঘোষণা করেন। সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানের সঞ্চালনা করেন প্রধানমন্ত্রীর মুখ্য সচিব আহমদ কায়কাউস।

আরো পড়ুন:
চৌগাছা আ. লীগ নেতা জসিমসহ ১৫ জনের বিরুদ্ধে ডাকাতি মামলার চার্জশিট

সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব এ বি এম আমিন উল্লাহ নুরী অনুষ্ঠানে সেতুগুলোর বিষয়ে বিভিন্ন তথ্য তুলে ধরেন। পাশাপাশি সেতুগুলো নিয়ে একটি প্রামাণ্যচিত্র দেখানো হয় অনুষ্ঠানে। একশ সেতুর মধ্যে সবচেয়ে বেশি সেতু চট্টগ্রাম বিভাগে ৪৫টি। সবচেয়ে কম কুমিল্লায় একটি সেতু।

এ ছাড়া সিলেটে ১৭, বরিশালে ১৪, ময়মনসিংহে ছয়, গোপালগঞ্জ, রাজশাহী ও রংপুরে পাঁচটি করে এবং ঢাকা বিভাগে দুটি সেতু রয়েছে। সব মিলিয়ে সেতুগুলোর মোট দৈর্ঘ্য পাঁচ হাজার ৪৯৪.১৩ মিটার। সরকারের অর্থায়নে নির্মিত এসব সেতুতে ব্যয় করা হয়েছে ৮৭৯ কোটি ৬১ লাখ ৫৭ হাজার টাকা।

নভেম্বর ০৭, ২০২২ at ২১:২৭:০০(GMT+06)
দেশদর্পণ/আক/দেপ/ইমস