রকেট ও ট্যাপে টিউশন ফি দেবে জবি শিক্ষার্থীরা

ডাচ বাংলা ব্যাংকের মোবাইল ব্যাংকিং রকেট ও ট্রাস্ট ব্যাংকের মোবাইল ব্যাংকিং ট্যাপ এ টিউশন ফি দিতে পারবেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থীরা। বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রকৌশলী মো. ওহিদুজ্জামান এ তথ্য নিশ্চিত করেছেন। রেজিস্ট্রার জানান, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের টিউশন ফি গ্রহণ-আদায়ের ক্ষেত্রে ডাচ বাংলা ব্যাংক লিমিটেড এবং ট্রাস্ট এক্সিটিয়া ডিজিটাল লিমিটেড এর সেবা গ্রহণের জন্য উভয় প্রতিষ্ঠানের সাথে সমঝোতা স্মারক চুক্তি স্বাক্ষর করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ডাচ বাংলা ব্যাংক লিমিটেড এর মোবাইল ব্যাংকিং এপস রকেট, নেক্সাস পে, এজেন্ট ব্যাংকিং, নেক্সাস গেটওয়ে সংশ্লিষ্ট শাখা এবং ট্রাস্ট ব্যাংক লিমিটেডের মোবাইল ব্যাংকিং এপস ট্যাপ এর মাধ্যমেও টিউশনসহ অন্যান্য ফি গ্রহণ-আদায় সংক্রান্ত যাবতীয় কার্যাদি অনলাইনের মাধ্যমে সম্পন্ন করতে পারবেন।এর আগে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা রূপালী ব্যাংক লিমিটেডের মোবাইল ব্যাংকিং এপস শিওরক্যাশ ও বাংলাদেশ ডাক বিভাগের মোবাইল ব্যাংকিং এপস নগদ এর মাধ্যমে ফি পরিশোধ করে আসছে।

নভেম্বর ০৭,২০২২ at ১৭:৩৮:০০ (GMT+06)
দেশদর্পণ/আক/দেপ/সর